রাজধানীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

প্রকাশিত: ৯:৫৮ পূর্বাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৪

রাজধানীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

রাজধানীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনের ধাক্কায় সাব্বির (২৪) নামে যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গুরুতর আহত অবস্থায় সাব্বিরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক বলেন মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।

মৃতের ভাই হোসাইন বলেন, সাব্বির মানিকগঞ্জে একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করতেন। সে নতুন একটি চাকরির ইন্টারভিউ দিতে এসেছিলেন।

বিডি প্রতিদিন