সিলেট ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৯ পূর্বাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৪
ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
কুরস্কে লড়াই করতে ৫০ হাজার সেনা পাঠিয়েছে রাশিয়া : অভিযোগ জেলেনস্কির
অনলাইন ডেস্ক
কুরস্কে লড়াই করার জন্য রাশিয়া ৫০ হাজার সেনা পাঠিয়েছে বলে অভিযোগ করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
জেলেনস্কি জানিয়েছেন, ‘দক্ষিণ-পশ্চিম কুরস্কে লড়াই করার জন্য রাশিয়া এই বিপুল পরিমাণে সেনা পাঠিয়েছে।’
গত আগস্টে কুরস্কে আচমকা আক্রমণ করে ইউক্রেনের সেনা বেশ কিছুটা অঞ্চল দখল করে নেয়। তখন সেখানে ১১ হাজার রাশিয়ার সেনা ছিল বলে জানা গেছে।
জেলেনস্কি বলেছেন, ‘আমাদের সেনা রাশিয়ার ৫০ হাজার সৈন্যের সফল মোকাবিলা করে যাচ্ছে।’
জেলেনস্কি যা বলেছেন, তাতে মনে হচ্ছে, রাশিয়া অন্য জায়গা থেকে সেনা সরিয়ে কুরস্কে নিয়ে এসেছে।
তবে সম্প্রতি নিউইয়র্ক টাইমসে প্রকাশিত তদন্তমূলক প্রতিবেদনে জানা গেছে, কুরস্কের জন্য রাশিয়াকে অন্য এলাকা থেকে সেনা সরিয়ে আনতে হবে না। কারণ তারা সেখানে উত্তর কোরিয়ার সেনাকে নিয়োগ করেছে।
গত জুলাই মাসে ইউক্রেনের সেনা কমান্ডার ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানকে বলেছিলেন, ‘ইউক্রেনে রাশিয়া ৫ লাখ ২০ হাজার সেনা পাঠিয়েছে। বছরের শেষে সেই সংখ্যা বাড়িয়ে ছয় লাখ ৯০ হাজার করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে তারা।’
সূত্র : বিবিসি ও ডয়চে ভেলে।
বিডি-প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি