সিলেট ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৭ পূর্বাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৪
সংগৃহীত ছবি
উপনির্বাচনে আজ ভাগ্যের পরীক্ষা দিচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধী
অনলাইন ডেস্ক
লোকসভা উপনির্বাচনে ভারতের কেরালার ‘ওয়েনাড’ আসনে ভাগ্য পরীক্ষা হচ্ছে কংগ্রেস প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধীর। আজ বুধবার এই কেন্দ্রটিতে উপনির্বাচন নেওয়া হচ্ছে। এদিন স্থানীয় সময় সকাল ৭টায় ভোট গ্রহণ শুরু হয় যা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
চলতি বছরের এপ্রিল-মে মাসে অনুষ্ঠিত ভারতের লোকসভা নির্বাচনে কেরালার ‘ওয়েনাড’ কেন্দ্রের পাশাপাশি উত্তরপ্রদেশের ‘রায়বেরেলি’ কেন্দ্র থেকে নির্বাচনে লড়েছিলেন প্রিয়াঙ্কার ভাই কংগ্রেস নেতা রাহুল গান্ধী। দুটি কেন্দ্র থেকেই সাড়ে তিন লাখের বেশি ভোট পেয়ে তিনি বিজয়ী হয়েছিলেন। সেক্ষেত্রে ‘রায়বেরেলি’ আসনটি নিজের দখলে রেখে ‘ওয়েনাড’ আসন থেকে পদত্যাগ করেন। ফলে ওই কেন্দ্রটিতে উপনির্বাচন জরুরি হয়ে পড়ে। সেখানে প্রার্থী করা হয় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বোন প্রিয়াঙ্কাকে। সেক্ষেত্রে এই প্রথম নির্বাচনী ময়দানে হাতে খড়ি (Debut) হলো প্রিয়াঙ্কার।
এর আগে ২০১৯ সালে নির্বাচনেও এই কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন রাহুল গান্ধী। এবার রাহুলের জয়ের ব্যবধান ছিল ৪.৩০ লাখ ভোট। স্বভাবতই প্রিয়াঙ্কার কাছে এখন নতুন চ্যালেঞ্জ- কংগ্রেসের শক্ত ঘাঁটি বলে পরিচিত এই ওয়েনাড কেন্দ্রটি নিজেদের দখলে ধরে রাখতে পারবেন কিনা, অন্যদিকে ভাইয়ের থেকে নিজের জয়ের ব্যবধান বাড়াতে পারবেন কিনা সেটাই এখন দেখার!
উপ নির্বাচনের পাশাপাশি দেশটির ঝাড়খণ্ড রাজ্যে বিধানসভার নির্বাচন চলছে। রাজ্যটির ৮১টি বিধানসভা আসনের জন্য প্রথম দফায় এদিন ৪৩ আসনে ভোট নেওয়া হচ্ছে। এ দফায় ৬৮৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে।
মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের নেতৃত্বে রাজ্যটিতে জোট সরকারের আছে ‘ঝাড়খণ্ড মুক্তি মোর্চা’ (জেএমএম), কংগ্রেস এবং ‘রাষ্ট্রীয় জনতা দল’ (আরজেডি)। জোটের প্রত্যাশা এবারেও উপজাতি অধ্যুষিত রাজ্যটিতে তারা দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসবে।
বিরোধী ‘জাতীয় গণতান্ত্রিক জোট’ (এনডিএ) জোটের অন্য শরিক দলগুলি হলো বিজেপি, জনতা দল ইউনাইটেড (জেডিইউ), অল ঝাড়খন্ড স্টুডেন্টস ইউনিয়ন (এজেএসইউ)। দ্বিতীয় দফায় আগামী ২০ নভেম্বর ৩৮ আসনে ভোট নেওয়া হবে।
প্রতিটি কেন্দ্রেই ভোট গণনা আগামী ২৩ নভেম্বর।
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি