সিলেট ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫২ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৪
প্রেমিকের সঙ্গে হোটেলে রাত্রিবাস, মিস ইউনিভার্সের মঞ্চ থেকে বহিষ্কৃত সুন্দরী
অনলাইন ডেস্ক
মিস ইউনিভার্সের মঞ্চ থেকে বহিষ্কৃত হয়েছেন পানামার প্রতিনিধিত্বকারী ইতালি মোরা। প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালের মাত্র কয়েকদিন আগে তাকে অযোগ্য ঘোষণা করা হলো।
জানা গেছে, নিয়ম ভেঙে হোটেলে গিয়ে প্রেমিকের সঙ্গে রাত্রিবাস করছিলেন তিনি। এর জেরেই প্রতিযোগিতা থেকে বহিষ্কার করা হয়েছে তাকে।
যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি মিস ইউনিভার্স আয়োজকদের পক্ষ থেকে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ইতালি মোরা প্রেমিক জুয়ান আবাদিয়ার সাথে মেক্সিকোতে আলাদা হোটেল রুমে আয়োজকদের অনুমতি ছাড়াই থাকছিলেন বলে অভিযোগ রয়েছে।
প্রতিবেদন থেকে আরও জানা গেছে, প্রতিযোগিতার শুরু থেকেই বিতর্কে জড়ান ১৯ বছর বয়সী এই সুন্দরী। মোরার দাবি, তার জন্য সঠিক পোশাকের ব্যবস্থা করেননি মিস ইউনিভার্স পানামার আয়োজকরা। তাই বাধ্য হয়ে তার প্রেমিক জুয়ান আবাদিয়াই ৭ হাজার ডলার খরচ করে ক্যারোলিনা হেরেরার ডিজাইন করা পোশাক কিনে দেন প্রতিযোগিতায় পরার জন্য। শোনা যায়, মোরার মেকআপ এবং হোটেলের খরচ দেওয়ার সক্ষমতাও নাকি নেই পানামার মিস ইউনিভার্স আয়োজকদের। সেই খরচও বহন করেন জুয়ান। মিস ইউনিভার্সের নিয়ম অনুযায়ী, প্রেমিকের সঙ্গে এক হোটেলে থাকতে পারবেন না কোনও প্রতিযোগী। কিন্তু সেই নিয়ম ভেঙেছেন ইতালি মোরা। আর এ কারণেই তাকে প্রতিযোগিতা থেকে বহিষ্কার করা হয়।
তবে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, মোরার ব্যক্তিগত ‘অপরাধ’-এর জন্যই তিনি বাদ পড়ছেন প্রতিযোগিতা থেকে। পানামার পক্ষ থেকে জানানো হয়, মিস ইউনিভার্সে নতুন করে কোনও প্রতিযোগীকে পাঠানো সম্ভব হবে না। এমনকি মিস পানামার খেতাবও কেড়ে নেওয়া হয়েছে মোরার থেকে।
আগামী ১৬ নভেম্বর মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে মিস ইউনিভার্স প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। এতে ১৩০ জন আন্তর্জাতিক প্রতিনিধির মধ্যে প্রতিদ্বন্দ্বিতার কথা ছিল ইতালি মোরার। কিন্তু তার আগেই প্রতিযোগিতা থেকে ছিটকে পড়তে হলো তাকে। সূত্র: নিউ ইয়র্ক পোস্ট, লাতিন টাইমস
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি