বিশ্বে করোনায় মৃত্যু ১৮ লাখ ৩৪ হাজার ছাড়াল

প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২১

বিশ্বে করোনায় মৃত্যু ১৮ লাখ ৩৪ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮ লাখ ৩৪ হাজারের বেশি মানুষ। আর আক্রান্ত হয়েছেন আট কোটি ৪৫ লাখের বেশি। এছাড়া সুস্থ হয়েছেন চার কোটি ৭৫ লাখের বেশি মানুষ।

রোববার (৩ জানুয়ারি) জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির রিসোর্স সেন্টারের সকাল নয়টার তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আট কোটি ৪৫ লাখ ৩৫ হাজার ১১৭ জন এবং মারা গেছেন ১৮ লাখ ৩৪ হাজার ৯৬৩ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন চার কোটি ৭৫ লাখ ৫৭ হাজার ৫১৪ জন।

করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন দুই কোটি তিন লাখ ৯৬ হাজার ২৪৩ জন এবং মারা গেছেন তিন লাখ ৪৯ হাজার ৯৩৩ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৭৭ লাখ ১৬ হাজার ৪০৫ জন, মারা গেছেন এক লাখ ৯৫ হাজার ৭২৫ জন এবং সুস্থ হয়েছেন ৬৮ লাখ ৯০ হাজার ১৬৬ জন।

সংক্রমণের দিক থেকে দ্বিতীয় ও মৃত্যুর দিক থেকে তৃতীয়তে থাকা ভারতে আক্রান্ত হয়েছেন এক কোটি তিন লাখ পাঁচ হাজার ৭৮৮ জন, মারা গেছেন এক লাখ ৪৯ হাজার ২১৮ জন এবং সুস্থ হয়েছেন ৯৯ লাখ ছয় হাজার ৩৮৭ জন।

মৃত্যুর সংখ্যার দিক থেকে চতুর্থতে রয়েছে মেক্সিকো। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত এক লাখ ২৬ হাজার ৮৫১ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৪৩ হাজার ৫৪৪ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১০ লাখ ৯০ হাজার ৯০৫ জন।

ভাইরাসটির সংক্রমণস্থল চীনে আক্রান্ত হয়েছেন ৯৬ হাজার ৮৬ জন, মারা গেছেন চার হাজার ৭৮৪ জন এবং সুস্থ হয়েছেন ৯০ হাজার ৯৯ জন।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
      1
16171819202122
23242526272829
30      
1234567
15161718192021
293031    
       
22232425262728
2930     
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ