সিলেট ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২১
অনলাইন ডেস্ক :: সিলেট জেলা অটোরিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট ৭০৭ এর অন্তভূর্ক্ত হুমায়ুন রশিদ চত্ত্বর উপ-পরিষদের নেতৃবৃন্দ ও শ্রমিকদের সাথে জেলা কার্যকরী কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দক্ষিণ সুরমা কেন্দ্রীয় কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি জাকারিয়া আহমেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. আজাদ মিয়ার পরিচালনায় উপস্থিত ও বক্তব্য রাখেন- সহ-সভাপতি মো. সুন্দর আলী খাঁন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমদ, দপ্তর সম্পাদক মো. কাওছার আহমদ, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী, সদস্য মো. আলতাফ হোসেন চৌধুরী, মো. মানিক মিয়া, মো. সুজন মিয়া, খিজির আহমদ, খালিক মিয়া, হুমায়ুন রশিদ চত্ত্বর পরিষদের সভাপতি ও জেলা কমিটির সদস্য মো. মানিক মিয়া, সম্পাদক মফিজুল ইসলাম মিলন, যুগ্ম সম্পাদক বদরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুরঞ্জিত সেন পাল প্রমুখ।
সভায় সভাপতির বক্তব্যে জাকারিয়া আহমদ বলেন, সিলেট জেলা অটোরিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট ৭০৭ সংগঠন পরিবহন শ্রমিকদের জীমনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, সংগঠনের সকল সদস্যবৃন্দ শ্রমিকদের কল্যাণে নিরলসভাবে কাজ করতে হবে। তাদের জীবনের তাগিদে প্রতিনিয়ত গাড়ি চালিয়ে জীবিকা উপার্জন করছে। তাদের কষ্টের উপার্জিত অর্থ সঠিক রাস্তায় পরিচালনা না করে নিজের স্বার্থে কাজে লাগালে তা কখনো ছাড় দেয়া হবে না এবং শ্রমিকদের কথা বিবেচনা করে অচিরেই হুমায়ুন চত্ত্বর উপ-পরিষদের নির্বাচনের কাজ শুরু করবে নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি