সিলেট ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৪
কমিশনগুলো গণ মতামত নিচ্ছে, তার ভিত্তিতেই সংস্কার হবে: উপদেষ্টা হাসান আরিফ
অনলাইন ডেস্ক
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, কমিশনগুলো গণ মতামত নিচ্ছে, তার ভিত্তিতেই সংস্কার হবে।
সোমবার (১৮ নভেম্বর) বিকেলে যশোরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। যশোরের সরকারি কর্মকর্তা, সুধিমন্ডলী, ছাত্র নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামের সভাপতিত্বে সভায় উপদেষ্টা হাসান আরিফ আরও বলেন, উপদেষ্টা পরিষদ কোন রুটিন সরকার না। ট্রাষ্টি হিসেবে কাজ করছে। একটি বৈষম্যহীন সমাজ তৈরিই লক্ষ্য এ সরকার কাজ করছে। আগামীর সমাজ গঠনে সবার অবদান থাকবে। সংস্কার হবে কোন গোষ্ঠীর জন্য নয়, সমগ্র দেশের মানুষের জন্য। সিস্টেম গড়ে তোলা হবে। যাতে ব্যক্তি চলে গেলেও তা চলমান থাকে। সভায় উপদেষ্টা আরও বলেন, দেশের পর্যটন স্পটগুলোতে সুযোগ সুবিধা বাড়ানো হবে। যাতে দেশীয় পর্যটন খাত প্রসারিত হয়।
উপদেষ্টা হাসান আরিফ বলেন, কৃষি জমি রক্ষায় মাস্টার প্লান করা হবে। আগামীর বাসস্থান ঊর্ধ্বমুখী হবে। পাশাপাশি ভূমি আইন সংস্কার কাজ চলমান রয়েছে। এতে করে ভূমি সংক্রান্ত সকল অনিয়ম, দুর্নীতি বন্ধ হবে এবং ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্বের অবসান হবে।
সভায় জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলামসহ ইসলামী শাসনতন্ত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তাদের মতামত প্রদান করেন। নেতৃবৃন্দ যশোর উন্নয়নে ও আগামীর বাংলাদেশ গড়তে নানা মতামত উপস্থাপন করেন।
বিডি-প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি