সিলেট ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৪
হাথুরুর চড়কাণ্ড নিয়ে যা জানালেন নাসুম
অনলাইন ডেস্ক
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সময় নাসুম আহমেদের সাথে তখনকার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের দুর্ব্যবহার নিয়ে খবর বেরিয়েছিল। তবে তখন বিসিবি গুরুতর অভিযোগ পেয়েও হাথুরুর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। বরং নাসুমই জাতীয় দল থেকে ছিটকে পড়েন।
হাথুরু নাসুমকে চড় মেরেছিলেন, এমনটাই শোনা যায়। যার জেরে দীর্ঘদিন পর চাকরি হারিয়েছেন হাথুরু, নাসুমও জাতীয় দলে জায়গা ফেরত পেয়েছেন। আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স করেছেন নাসুম।
কিন্তু হাথুরুর ওই চড়কাণ্ড নিয়ে আগেও নীরব ছিলেন, এখনও মুখ খুলতে নারাজ এই বাঁহাতি স্পিনার। ‘ক্রিকবাজ’-এর সঙ্গে সাক্ষাৎকারে নাসুম বারবারই এড়িয়ে যেতে চেয়েছেন এই প্রসঙ্গ। তবে আল্লাহর কাছে মনের কষ্ট বলেছিলেন, তিনিই আবার তাকে দলে ফিরিয়েছেন বলে স্বস্তি নাসুমের।
ওই চড়কাণ্ড প্রসঙ্গে নাসুম বলেন, ‘সত্যি করে বলতে আমি এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই না। গত এক বছরের কারো সঙ্গে এটা নিয়ে কথা বলিনিও।’
তবে নাসুম আকারে-ইঙ্গিতে বুঝিয়েছেন, ঘটনা সত্য আর আল্লাহ তার বদলাও দিয়েছেন। জাতীয় দলের এই স্পিনার বলেন, ‘আমি সবকিছু আল্লাহর হাতে ছেড়ে দিয়েছিলাম। তিনিই সেটা ফেরত দিয়েছেন। আমি যেখানে ছিলাম (জাতীয় দলে) সেখানে এক বছর পর ফিরে এসেছি। এখন আমাকে এটা ধরে রাখতে হবে এবং নিজের সেরাটা দিয়ে চেষ্টা করব।’
অতীতের কাসুন্দি আর ঘাটতে রাজি নন নাসুম। তার কথা, ‘অতীত অতীতই। আপনি জানেন, পুরো দেশই জানে (কী ঘটেছিল)। আমি এখন পর্যন্ত এটি নিয়ে একটা কথাও বলিনি। আর বলতেও চাই না।’
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি