বিইউএফটিতে ফ্যাশনের ভবিষ্যৎ ও উদ্ভাবন নিয়ে ব্যতিক্রমী ইভেন্ট

প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৪

বিইউএফটিতে ফ্যাশনের ভবিষ্যৎ ও উদ্ভাবন নিয়ে ব্যতিক্রমী ইভেন্ট

বিইউএফটিতে ফ্যাশনের ভবিষ্যৎ ও উদ্ভাবন নিয়ে ব্যতিক্রমী ইভেন্ট

অনলাইন ডেস্ক

 

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) মাল্টিপারপাস হলে ‘ফ্যাশনের ভবিষ্যৎ : উদ্ভাবন, গতিধারা এবং নতুন আঙ্গিক’ শীর্ষক এক ব্যতিক্রমী ইভেন্ট আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার এ আয়োজনে সৃজনশীলতা, টেকসই এবং উদ্ভাবনের অসাধারণ মেলবন্ধনকে উপস্থিত সবার সামনে তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বিজিএমইএর সাবেক সভাপতি ফারুক হাসান, বিইউএফটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোজাফফর ইউ সিদ্দীক, শারমিন হাসান, বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নাবী খান, এবং আর্কা স্টুডিওর প্রতিষ্ঠাতা আসাদ সাত্তারসহ অন্যান্যরা। নবীন ডিজাইনারদের উদ্দেশ্যে তাদের অনুপ্রেরণামূলক বক্তব্য সবার মনোযোগ আকর্ষণ করে।

অনুষ্ঠানের মূল থিম ছিল সার্কুলার ফ্যাশন এবং টেকসই পদ্ধতির মাধ্যমে দীর্ঘস্থায়ীতার ধারণা প্রদান। ফ্যাশন শোতে শিক্ষার্থীরা তিনটি বিভাগে সৃজনশীলতা প্রদর্শন করেন। এগুলো হলো- ১. ঐতিহ্যবাহী পোশাক ২. ফিউশন ড্রেস ও ৩. ইভিনিং গাউন।

প্রতিটি উপস্থাপনাতেই টেকসই পদ্ধতি ও ডিজাইনের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এছাড়া, সাংস্কৃতিক পরিবেশনা দিনব্যাপী অনুষ্ঠানের উজ্জ্বলতা বাড়িয়ে তোলে।

ইভেন্টটিতে শুধু বিইউএফটি শিক্ষার্থীদের সৃজনশীল সম্ভাবনাকে তুলে ধরা হয়নি, বরং বৈশ্বিক ফ্যাশন শিল্পের ভবিষ্যৎ নিয়ে গঠনমূলক আলোচনা এবং টেকসই উদ্ভাবনের ওপরও গুরুত্বারোপ করা হয়।

বিডি প্রতিদিন