সিরিয়ার ঐতিহাসিক পালমিরায় ইসরায়েলি হামলা, নিহত ৩৬

প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২৪

সিরিয়ার ঐতিহাসিক পালমিরায় ইসরায়েলি হামলা, নিহত ৩৬

সিরিয়ার ঐতিহাসিক পালমিরায় ইসরায়েলি হামলা, নিহত ৩৬
অনলাইন ডেস্ক

 

সিরিয়ার ঐতিহাসিক শহর পালমিরায় ইসরায়েলি হামলায় অন্তত ৩৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অর্ধশতাধিক।

তবে হামলার বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনে ইসরায়েলি সামরিক বাহিনী।

সিরিয়ার এক সামরিক কর্মকর্তাকে উদ্ধৃত করে রাষ্ট্রীয় সংবাদসংস্থা সানা বলেছে, “বৃহস্পতিবার বেলা ১টা ৩০ মিনিটেরর দিকে ইসরায়েলি শত্রুরা আল-তানফ এলাকার দিক থেকে সিরিয়ার মরুভূমির পালমিরা শহরের বেশ কয়েকটি ভবন লক্ষ্য করে বিমান হামলা শুরু করে। এতে ৩৬ জন নিহত এবং আরও ৫০ জনের বেশি আহত হয়েছে।”

ওই কর্মকর্তা আরও জানান, হামলায় লক্ষ্যবস্তু ভবন এবং আশপাশের এলাকায় উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। সূত্র: আল-জাজিরা, বিবিসি

বিডি প্রতিদিন/