বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেইক কাটল সিলেট মহানগর ছাত্রলীগ:- বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া শিক্ষা-শান্তি-প্রগতির পতাকাবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর ছাত্রলীগের উদ্যেগে আজ বিকাল ৪ টার সময় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে কেইক কেটে উদযাপন করা হয়েছে।কেইক কাটার পুর্বে ছাত্রলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন, ”বাংলাদেশ ছাত্রলীগ তার জন্মলগ্ন থেকেই দেশ ও মাতৃকার প্রয়োজনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়ে আসছেন।৫২ এর ভাষা আন্দোলন, ৬২ এর শিক্ষা আন্দোলন, ৬৬ এর ছয়দফা আন্দোলন, ৬৯ এর গন অভ্যুত্থান, ৭০ এর সাধারণ নির্বাচন, ৭১ এর মহান স্বাধীনতা সংগ্রাম, ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, ১/১১ থেকে শুরু করে বর্তমান করোনা মহাবিপর্যয়েও বাংলাদেশ ছাত্রলীগ সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন মানুষের পাশে থেকে মানবতার সেবায় কাজ করে যাচ্ছেন।ভবিষ্যতেও ছাত্রলীগ মাতৃভূমির যে কোন দুর্যোগে সামনে থেকে কাজ করে যাবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।”এসময় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য শাহ-আলম শাওন সহ সিলেট মহানগর ছাত্রলীগ নেতা হুসাইন মুহাম্মদ সাগর,ফয়েজুর রহমান ফয়েজ,আশরাফুল ইসলাম বাপ্পি, নুরুল ইসলাম খান রাজু,হাবিবুর রহমান পাভেল,দীপঙ্কর টিপু,সাইকুল কাজী,সত্যজিৎ চক্রবর্তী সজীব, সঞ্জয় কান্তি দাস,মুশফিকুর রহমান রুমু,মইজুল ইসলাম রাহাত, নাফিস শামস তিয়াস,এ.কে.এম.বাসিত তুহিন,হাসান শাহরিয়ার রফি, ইয়াসিন আহমেদ, সুহেল তালুকদার, রুহুল আমিন,রনি তালুকদার, মোঃআজাদ, রুয়েল আহমদ,ফারুক,রাসেল মাহফুজ,ফাহাদ আহমদ,আফসার আহমেদ,ফাহিম আহমদ হামিম,ফাহিম রশিদ চৌধুরী, রবি হাসান শুভ,নবকিশোর তালুকদার, শরীফ মোবারক, শাহিদুল ইসলাম সৌমিক,সবুর আহমদ দীপু,সাইফুল ইসলাম,জুয়েল,জুনায়েদ খান,ইমরান আহমেদ,ওয়াশিম,রাজু সরকার, আবিদুর রহমান তপু,আব্দুল্লাহ আল মামুন, হোসাইন আহমেদ সুহাগ,আকাশ ঘোস,শাহ সামসুদ্দুহা, আকলাকুল আলম পল্লভ,রাজিব,মুহিবুল হক শাওন,সাকির আহমেদ, শেখ ইয়াহিয়া,অভিশেক সিনহা,জয় খান, নাইমুল ইসলাম, সানওয়ার আহমেদ সাকিব,প্রিতিরাজ, সামাদ,সাহাবি,তন্ময়, ফায়াজ,ফাহিম,নাফি,সাদিকুর,কে.এম.সালমান, ইমরান আহমেদ ইমন,খাইরুল ইসলাম আকাশ, আহমেদ শামিম,দিলশাদ আহমেদ, আশরাফুজ্জামান,সোহাগ আহমেদ,ইমন,আবিদ,জাহিদ হাসান ফেরদৌস, হুশিয়ার আল মামুন, ইব্রাহীম খলিল, তালহা আহমদ,সৌরভ দাস শাওন, শুভ দাস,রুমিও সোম,হাসান,সাইদুল,হারুন, মিঠুন দেব,মিঠু,মিফতা,উজ্জ্বল, আল-আমীন, সায়িদ,রানা,এলাহি,কামিল,লিমন,তৌহিদ,আফজাল, রমজান,হাকিম,আসাদ,মশিউর,শাহবাজ খান ইফাত, হুসাইন,মুন্না,শাইক,ইশাক,নাবিল,শান্ত,আশরাফুল, আনোয়ার,শিমুল,রাইহান প্রমুখ সহ বিভিন্ন কলেজ ও ওয়ার্ড ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।