সিলেট ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০০ পূর্বাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৪
প্রখ্যাত আলেম,জমিয়ত নেতা মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে সিলেট মহানগর জমিয়তের শোক
সংবাদ বিজ্ঞপ্তি
খালিফায়ে মাদানী মাওলানা হাবিবুর রহমান রায়পুরী রহ এর সাহেবজাদা,জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সাবেক কেন্দ্রীয় সহসভাপতি ও সিলেট মহানগর সাবেক সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী ইন্তেকাল করিয়াছেন। ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
(২২ নভেম্বর) শুক্রবার রাত ১১.৩০মিনিটে মৌলভীবাজার জেলা সদরে একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। মরহুমের জানাজার নামাজ আজ (২৩ নভেম্বর)শনিবার বেলা ২টায় গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার সদর উপজেলার কামালপুর ইউনিয়নের রায়পুরে অনুষ্ঠিত হবে।
মরহুমের ইন্তেকালে এক যুক্ত বিবৃতিতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান,সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম,মহানগর যুব জমিয়তের সভাপতি মাওলানা কবীর আহমদ,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সুফিয়ান,মহানগর ছাত্র জমিয়তের সভাপতি আবুল খয়ের,সাধারণ সম্পাদক নুরুল আমীন প্রমুখ।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মাওলানা মনসুরুল হাসান রায়পুরী শতাব্দীর প্রাচীনতম রাজনৈতিক সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম এর নিবেদিত এক সৈনিক ছিলেন। তার নেতৃত্বে আমরা দীর্ঘ দিন কাজ করেছি। তিনি একজন নিরলস জানবাজ নেতা ছিলেন। তিনি আন্দোলন সংগ্রামে আমৃত্যু এখলাসের সাথে কাজ করে গেছেন। আল্লাহ পাক তাঁর এই দ্বীনি মেহনতকে কবুল করেন। তাঁর ইন্তেকালে জমিয়ত একজন নিবেদিত নেতাকে হারালো। তাঁর শূন্যস্থান সহজে পূরণ হবার নয়। নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের সমবেদনা জ্ঞাপন করে মহান রাব্বুল আলামিনের দরবারে মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন।বিজ্ঞপ্তি।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি