সিলেট ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, জুন ২৪, ২০২০
সিল-নিউজ-বিডি ডেস্ক :: বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধকল্পে এ বছরের হজ একেবারেই সীমিত করা হয়েছে।
সৌদি নাগরিক এবং দেশটিতে অবস্থানরত প্রবাসী ছাড়া এবারের হজে কেউ অংশ নিতে পারবে না বলে ঘোষণা দিয়েছে সৌদি আরবের হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রণালয়।
যাদের বয়স ৬৫ বছরের ওপরে তারা এবং যাদের শরীরে অন্যান্য রোগ রয়েছে , সেই সঙ্গে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তারাও বঞ্চিত হচ্ছেন এবারের হজ থেকে।
অতিসম্প্রতি সৌদি সরকার ঘোষণা করেছে, এ বছরের হজে ১ হাজার থেকে সর্বোচ্চ ১০ হাজার মানুষ অংশগ্রহণ করতে পারবে এবং হজের কাজ সম্পন্ন হলে হজযাত্রীদের নির্ধারিত সময় পর্যন্ত আইসোলেশনে থাকতে হবে।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিয়ো নিউজ উর্দুর এক বিশেষ প্রতিবেদনে বলা হয়, সৌদির হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রী ড. সালেহ এবং দেশটির স্বাস্থ্য বিষয়ক মন্ত্রী ড.তাওফিকুর রাবিয়া এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন, হজ শুরু হওয়ার পূর্বে সমস্ত হজযাত্রীদের পরিপূর্ণ স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
তারা আরও বলেন, ৬৫ বছরের বেশি বয়সী কোনো ব্যক্তি এবারের হজে অংশ নিতে পারবে না এবং হজ শেষে সমস্ত হজযাত্রীদের নির্ধারিত সময় পর্যন্ত আইসোলেশনে থাকতে হবে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি