সিলেট ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৫ পূর্বাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৪
ফের হারলো সাকিবের বাংলা টাইগার্স
অনলাইন ডেস্ক
আবুধাবি টি–টেন ক্রিকেটে সাকিব আল হাসানের দল বাংলা টাইগার্সের শুরুটা মোটেই ভালো হয়নি। প্রথম দুই ম্যাচের দুটিতেই হেরে পয়েন্ট তালিকায় সবার নিচে আছে তারা।
আবুধাবির টি-টেন টুর্নামেন্টে টানা দ্বিতীয় ম্যাচে হারলো সাকিব আল হাসানের দল বাংলা টাইগার্স। এবার নিউইয়র্ক স্ট্রাইকার্সের কাছে সাত উইকেটে হেরেছে তারা।
শনিবার (২৩ নভেম্বর) শেখ জায়েদ স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ৬৬ রান করে বাংলা টাইগার্স। ৬৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় নিউইয়র্ক। দলের পক্ষে দোনোভান পেরেইরা ৯ বলে সর্বোচ্চ ২১ এবং ডেওয়াল্ড ব্রেভিস ১৯ রান করেন।
সাকিব অবশ্য বল হাতে উজ্জ্বল ছিলেন। ১ ওভারে মাত্র ১ রানের বিনিময়ে তিনি দুটি উইকেট নিয়েছেন। এর আগে ব্যাট হাতে মাত্র ১২ বলে দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান করেন সাকিব। প্রথম দুই ম্যাচের দুটিতেই হেরে পয়েন্ট তালিকায় সবার নিচে আছে তারা।
এর আগে বৃহস্পতিবার (২১ নভেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে স্যাম্প আর্মির বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ৬ উইকেটে হারে বাংলা টাইগার্স। এদিন আগে ব্যাট করে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলা টাইগার্স ১০ ওভারে ১ উইকেটে তোলে ১০৬ রান। জবাবে স্যাম্প আর্মি ৯.৩ ওভারে ৪ উইকেটে ১০৮ রান তুলে জয় ছিনিয়ে নেয়।
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি