যেসব এলাকায় আজ রাত ৮টা পর্যন্ত গ্যাস থাকবে না

প্রকাশিত: ১১:২৭ পূর্বাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৪

যেসব এলাকায় আজ রাত ৮টা পর্যন্ত গ্যাস থাকবে না

ফাইল ছবি

যেসব এলাকায় আজ রাত ৮টা পর্যন্ত গ্যাস থাকবে না
অনলাইন ডেস্ক

 

 

গ্যাস পাইপলাইনের মেরামতকাজ ও জরুরি স্থানান্তরের জন্য আজ রবিবার দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গতকাল শনিবার এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা সিদ্ধিরগঞ্জ, গোদনাইল, লাকিবাজার, বউবাজার, জালকুড়ি, রঘুনাথপুর, মাহমুদপুর তাইজউদ্দিন মার্কেট, সোনামিয়া মার্কেট, দেলপাড়া, নারায়ণগঞ্জ শহর, প্রাইম টেক্সটাইল এলাকা, দক্ষিণ সস্তাপুর, নিশ্চিন্তপুর ঋষিপাড়া, পাগলা শাহি মহল্লা, নয়ামাটি, পিলকুনি মোড় ও তৎসংলগ্ন এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

ওই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিডি-প্রতিদিন