সিলেট ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৪
গোয়াইনঘাটে প্রাথমিক শিক্ষার তদারকির ভার দুজনের ঘাড়ে!
অনলাইন ডেস্ক
জনবল সংকটে ভুগছে সিলেটের গোয়াইনঘাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। যার ফলে ব্যাহত হচ্ছে দাপ্তরিক কার্যক্রম, স্থবিরতা বিরাজ করছে প্রাথমিক শিক্ষা কার্যক্রমে। দেখা দিচ্ছে নানা জটিলতা।
এছাড়া নামমাত্র ৩টি কক্ষতেই সামাল দিতে হয় উপজেলার ৭২৩ সদস্যের সর্ববৃহৎ প্রাথমিক শিক্ষা পরিবারকে। আসবাবপত্রের অভাবে বিশাল এ পরিবারের সদস্যদের প্রয়োজনীয় কাগজাদি সংরক্ষিত রাখতে হিমসিম পোহাতে হচ্ছে।
অপরদিকে গোয়াইনঘাট উপজেলাটি বন্যাপ্রবন এলাকা হওয়ায় প্রতি বছর বন্যা হলে অফিসে পানি ডুকে প্রয়োজনীয় ফাইলপত্র নষ্ট করে পেলে। ছোট্ট একটি কক্ষে বসতে হয় ছয় জন সহকারী উপজেলা শিক্ষা অফিসার।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলা শিক্ষা অফিসার থাকলেও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তার ৬টি পদের বিপরীতে কর্মরত রয়েছে মাত্র একজন জন। এছাড়া উপজেলার ৪৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ এবং উপজেলা শিক্ষা অফিসের উচ্চমান সহকারী ৩ টি পদের মধ্যে ২ টি পদ শূন্য রয়েছে। তাছাড়া উপজেলা শিক্ষা অফিসে নেই অফিস সহায়ক।
উপজেলার ১৩৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭২৩ জন শিক্ষক ও প্রায় ৪৫ হাজার শিক্ষার্থীর তদারকির দায়িত্বে বর্তমানে রয়েছে উপজেলা শিক্ষা অফিসার ও মাত্র একজন সহকারী শিক্ষা অফিসার। এদিকে বিপুলসংখ্যক পদ শূন্য থাকায় উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে সার্বিক ব্যবস্থাপনা ভেঙে পড়েছে। তদারকির অভাবে শিক্ষার্থীদের লেখাপড়া বিঘ্নিত হচ্ছে বলে অভিভাবক ও বিদ্যালয় সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। সহকারী উপজেলা শিক্ষা অফিসারের অভাবে নিয়মিত বিদ্যালয় পরিদর্শন না হওয়ায় এগুলোর কার্যক্রম ঠিকমতো চলছে না বলেও জানা গেছে।
এ ছাড়া চলমান উন্নয়ন কাজ সঠিক সময়ে দেখভাল করাও সম্ভব হচ্ছে না। ১৩টি ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলায় মোট ১৩৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। উপজেলার এসব বিদ্যালয় নিয়ে ৭টি ক্লাস্টার গঠিত। মাসে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ৫টি সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ শূন্য থাকায় সমন্বয় সভায় কাক্ষিত লক্ষ্য অর্জিত হচ্ছে না। এ বিষয়ে উপজেলা সহকারী শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম বলেন, পদ শূন্য থাকলেও তিনিসহ শিক্ষকরা তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি শিক্ষার গুণগত মানোন্নয়নে সম্মিলিত নিরন্তর চেষ্টা করছেন।
এতে তাদের কষ্ট হচ্ছে। তবে শিক্ষার গুণগত মানোন্নয়নে সহকারী শিক্ষা কর্মকর্তাসহ অন্যান্য পদগুলো দ্রুত পূরণ করা জরুরি। তাহলে বিদ্যালয়ে লেখাপড়ার মান আরও ভালো হবে।
সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওত এরশেদ প্রতিবেদকে বলেন, গোয়াইনঘাট সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদসহ অন্যান্য খালি পদ পূরণে লিখিতভাবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি