সিলেট ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৪
চিন্ময় দাসের মুক্তি দাবিতে সিলেটে ‘সনাতনী ছাত্রসমাজ’র অবস্থান কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি দাবিতে
সিলেটে ‘সনাতনী ছাত্রসমাজ’র ব্যানারে সংক্ষিপ্ত অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। সনাতন ধর্মালম্বী আড়াই থেকে ৩ শ নারী-পুরুষ মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকাল ৪টায় সিলেট মহানগরের বন্দরবাজারের কোর্ট পয়েন্ট এলাকায় প্রায় আধাঘণ্টা এ কর্মসূচি পালন করেন। এসময় তারা বিভিন্ন স্লোগান দেন।
এর আগে বিকাল ৩টায় মহানগরের কিন ব্রিজ এলাকায় সারদা হলের সামনে কর্মসূচি পালন করতে গেলে পুলিশ বাধা তাদের দেয়।
পুলিশ এসময় বলে- পার্শ্ববর্তী সিলেট সার্কিট হাউসে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের মতবিনিময় রয়েছে। নিরাপত্তার স্বার্থে সারদা হলের সামনে বিক্ষোভকারীদের কর্মসূচি পালন করতে দেওয়া হয়নি।
সেখান থেকে সরে এসে বিক্ষোভকারীরা বন্দরবাজারের কোর্ট পয়েন্টে জড়ো হন এবং সড়কে অবস্থান কর্মসূচি শুরু করে। তবে পুলিশের নির্দেশে তারা কর্মসূচি সংক্ষিপ্ত করে মিছিল নিয়ে মহানগরের মির্জাজাঙ্গালে গিয়ে মিছিলটি শেষ করেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বলেন- সব ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা ঠেকাতে পুলিশ সবসময় সতর্ক অবস্থানে ছিলো। সনাতন ধর্মালম্বীরা তাদের কর্মসূচি পালন করেছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি