গোলাপগঞ্জে কৃষক ও কৃষি উদ্যোক্তাদের মতবিনিময়

প্রকাশিত: ১১:৫১ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৪

গোলাপগঞ্জে কৃষক ও কৃষি উদ্যোক্তাদের মতবিনিময়

গোলাপগঞ্জে কৃষক ও কৃষি উদ্যোক্তাদের মতবিনিময়

অনলাইন ডেস্ক

 

গোলাপগঞ্জে কৃষক ও কৃষক উদোক্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার উপজেলার লক্ষণাবন্দের আলভিনা গার্ডেনে এ সভা অনুষ্টিত হয়। আধুনিক কৃষিতে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার, ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্য এই সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচাল খয়ের উদ্দিন মোল্লা। সবায় প্রধান অতিথি ছিলেন ঢাকা খামারবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (প্রশাসন ও অর্থ), শাহিনুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন ঢাকার খামারবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও অর্থ) আবু মোহাম্মদ এনায়েত উল্লাহ ও, সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ কাজী মুজিবুর রহমান।

বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাশরেফুল আলম, আব্দুর রব রুবেল বিভিন্ন এলাকা থেকে আগত কৃষকরা। সভায় কৃষকদের বিভিন্ন ধরণের পরামর্শ, কর্মপরিকল্পনা এবং দিকদির্দেশনা দেয়া হয়।