ট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ

প্রকাশিত: ১২:৪২ পূর্বাহ্ণ, নভেম্বর ২৭, ২০২৪

ট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ

ট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ

অনলাইন ডেস্ক

হবিগঞ্জের বানিয়াচংয়ে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পুকড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন-আব্দুল কাদির (২৪) ও কাউছার মিয়া (২২)। আব্দুল কাদির নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা গ্রামের মুজিবুর রহমানের ছেলে ও কাউছার মিয়া একই গ্রামের আব্দুল মজিদের ছেলে।

 

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, মোটরসাইকেল দিয়ে হবিগঞ্জ শহরে যাচ্ছিলেন আব্দুল কাদির ও কাউছার মিয়া। এ সময় উল্টো দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে আব্দুল কাদির ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কাউছার মিয়ার মৃত্যু হয়।

 

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকটি জব্দ করেছে।