সিলেট ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২৪
নতুন মামলায় সাবেক মন্ত্রী-এমপিসহ ১৮ জন গ্রেফতার
অনলাইন ডেস্ক
রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা নতুন মামলায় সাবেক মন্ত্রী-এমপিসহ ১৮ জনকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিহত ও আহতের ঘটনায় দায়ের করা মামলায় বুধবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালত এ আদেশ দেন।
শুনানির আগে তাদের কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। গ্রেফতার শেষে তাদের কারাগারে পাঠানো হয়।
তাদের মধ্যে আমির হোসেন আমু, সালমান এফ রহমান, আ স ম ফিরোজ, দীপু মনি, শাহরিয়ার কবির, এনএসআই এর সাবেক পরিচালক মনিরুল ইসলাম ও লালবাগ জোনের ডিবি পুলিশের সাবেক ডিসি মশিউর রহমানকে যাত্রাবাড়ী থানার এক মামলায়; আনিসুল হককে যাত্রাবাড়ী থানার তিন হত্যা মামলায়, কামরুল ইসলামকে লালবাগ থানার এক মামলায়, রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুকে যাত্রাবাড়ী থানার চার মামলায়, বংশাল থানার এক মামলায় হাজী সেলিমকে, সাদেক খানকে আদাবর থানার এক মামলায়, এবিএম ফজলে করিমকে কোতোয়ালি থানার এক মামলায়, জুনাইদ আহমেদ পলককে যাত্রাবাড়ী থানার দুই ও শাহবাগ থানার এক মামলায়; সোলাইমান সেলিমকে যাত্রাবাড়ী, চকবাজার ও বংশাল থানার এক মামলা করে তিন মামলায়; সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে যাত্রাবাড়ী থানার ৫, বংশাল থানার দুই ও কোতোয়ালি থানার এক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
এছাড়া যাত্রাবাড়ী থানার সাবেক অফিসার ইন-চার্জ আবুল হাসানকে যাত্রাবাড়ী থানার দুই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।
বিডি-প্রতিদিন/
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি