স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির আদেশ

প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২৪

স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির আদেশ

স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির আদেশ
একজনের যাবজ্জীবন ও শাশুড়ির এক বছরের জেল

অনলাইন ডেস্ক

 

নেত্রকোনার বারহাট্টায় তমালিকা আক্তার (২০) নামে এক গৃহবধূ হত্যায় স্বামী রাসেল মিয়ার ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া অপর আসামি হিমেলকে যাবজ্জীবনসহ ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড এবং তমালিকার শাশুড়ির এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

বুধবার বিকেলে নেত্রকোনার জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন। মৃত্যুদণ্ডাদেশ পাওয়া রাসেল বারহাট্টার আবুল হাসিমের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের মো. রহিজ মিয়ার কন্যা তমালিকার সাথে ২০১৯ সালে রাসেলের বিয়ে হয়। বিয়ের আগে রাসেল প্রথম স্ত্রীকে তালাক দেয়। কিন্তু নতুন বিয়ের কিছুদিন যেতে না যেতেই রাসেল প্রথম স্ত্রী রোকেয়ার সাথে যোগাযোগ করতে শুরু করে।

এ নিয়ে দ্বিতীয় স্ত্রী তমালিকার সাথে রাসেলের কলহ সৃষ্টি হয়। রাসেল মারপিটও করে। মারপিটের একপর্যায়ে তমালিকা তার বাবার বাড়ি চলে যায়। পরে গ্রামের মাতবরদের মাধ্যমে বিষটি মীমাংসা করে তমালিকাকে আবারও ফিরিয়ে আনে। কিন্তু বিয়ের পরের বছর ২০২০ সালের ৮ জানুয়ারি রাতে খাওয়া-দাওয়া করে তমালিকা ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে বারান্দায় সাত মাসের অন্তঃসত্ত্বা তমালিকার গলা কাটা লাশ পাওয়া যায়। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠায়।

এ ঘটনায় তমালিকার বাবা ১০ জানুয়ারি বাদী হয়ে বারহাট্টা থানায় মেয়ের জামাই রাসেলসহ কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ আসামিদের গ্রেফতার করে। আসামিরা হত্যার কথা স্বীকার করলে সাক্ষ্য গ্রহণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারক এই রায় প্রদান করেন।

বিডি প্রতিদিন