সুপ্রিম কোর্ট হেল্পলাইনে দুই মাসে ৭২৩ কল

প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৪

সুপ্রিম কোর্ট হেল্পলাইনে দুই মাসে ৭২৩ কল

সুপ্রিম কোর্ট হেল্পলাইনে দুই মাসে ৭২৩ কল

অনলাইন ডেস্ক

 

সুপ্রিম কোর্টে আগত বিচারপ্রার্থী বা সেবা গ্রহীতার সহায়তায় চালু হেল্পলাইনে দুই মাসে ৭২৩টি কল গ্রহণ করা হয়েছে। বিচার প্রার্থীদের সহায়তায় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ গত ২৫ সেপ্টেম্বর এ সেবা চালু করেন।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, এই সেবা চালুর পর ২৪ নভেম্বর পর্যন্ত হেল্পলাইন নাম্বারে (০১৩১৬১৫৪২১৬) আইনি পরামর্শ, মামলা সম্পর্কিত তথ্য ও অভিযোগ দাখিল সংক্রান্ত মোট ৭২৩টি কল গ্রহণ করা হয়েছে। ৪২৬টি কলের মাধ্যমে সংশ্লিষ্ট কলদাতা আইনি পরামর্শ গ্রহণ করেছেন। ২৪৩টি কলের মাধ্যমে সেবাগ্রহীতারা মামলা সংক্রান্ত তথ্য গ্রহণ করেছেন। বিভিন্ন অনিয়ম, কাজে অবহেলা, সেবা প্রাপ্তিতে বিলম্ব ও দুর্নীতি সংক্রান্ত ৪২টি কল গ্রহণ করা হয়েছে। অভিযোগসমূহ সম্পর্কে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

সূত্র : বাসস

বিডি প্রতিদিন

এ সংক্রান্ত আরও সংবাদ