আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জ আদালত প্রাঙ্গণে বিক্ষোভ

প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৪

আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জ আদালত প্রাঙ্গণে বিক্ষোভ

আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জ আদালত প্রাঙ্গণে বিক্ষোভ

অনলাইন ডেস্ক

 

চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যাকান্ডের প্রতিবাদে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির চত্ত্বর থেকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা ইউনিট আয়োজিত বিক্ষোভ মিছিলটি আদালত প্রাঙ্গন প্রদক্ষিণ করে। এরপর বিক্ষোভ মিছিলে অংশ নেয়া আইনজীবীগণ মানববন্ধন প্রতিবাদ সমাবেশে মিলিত হন।

বক্তারা ইসকনকে স্বাধীন বাংলাদেশে দ্রুত নিষিদ্ধ করার দাবি জানান। একইসাথে আলিফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করার দাবি তোলেন।

সমাবেশে বক্তব্য রাখেন আইনজীবী ফোরাম জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মাসুক আলম, ফোরামের সহ-সভাপতি অ্যাডভোকেট তৈয়বুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক অ্যাডভেকেট আব্দুল হক, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল, এপিপি অ্যাডভোকেট ড. জিয়াউর রহিম শাহীন, এপিপি অ্যাডভোকেট সালেহ আহমেদ, এপিপি অ্যাডভোকেট আইন উদ্দিন, এপিপি অ্যাডভোকেট মাসুক আহমদ, অ্যাডভোকেট জয়শ্রী রাণী প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ