সেনাবাহিনীর হাতে আটক ছাতকে ৪ ডাকাত জেল-হাজতে প্রেরন

প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২৪

সেনাবাহিনীর হাতে আটক ছাতকে ৪ ডাকাত জেল-হাজতে প্রেরন

সেনাবাহিনীর হাতে আটক
ছাতকে ৪ ডাকাত জেল-হাজতে প্রেরন

ছাতক (সুনামগঞ্জ)প্রতিনিধি

 

ছাতকে সেনা বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র,সুরক্ষা সামগ্রী সহ ৪ ডাকাত ও তাদের বহনকারী একটি নোহা গাড়ি ও গাড়ি চালককে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে শহরের পেপার মিল রাস্তার ওপর ৪২ বীর (রিয়ার)১১ পদাতিক ব্রিগেড ছাতক আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন শোয়েবের নেতৃত্বে গোপনে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র সহ ৪ ডাকাতদের গ্রেপ্তার করেছেন। এদের বিরুদ্ধে গত বৃহম্পতিবার রাতে ছাতক থানার এস আই সোহেল আহমদ বাদী হয়ে ডাকাতি প্রস্তুতি মামলায় গত শুত্রুবার সকালে ডাকাতদেরকে গ্রেপ্তার দেখিয়ে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে তাদেরকে জেল-হাজতে প্রেরন করা হয়েছে। আটককৃত আন্তঃজেলার ডাকাতরা হলেন উপজেলার চরমহল্লা ইউনিয়নের বল্লভপুর গ্রামের আব্দুস সালামের পুত্র জাহাঙ্গীর আলম (৩৪) আনফর আলীর মুরাদ আহমদ(২০) রবিউল আলম (২৩), মৃত আব্দুল ওয়াহিদ পুত্র আজির মিয়া(২৩) ও গাড়ি চালক জালালাবাদ থানার লালারগাও গ্রামের মনছর আলীর পুত্র খোয়াজ আলী। এ সময় নোহা মাইক্রো গাড়ি (নং ঢাকা মেট্রো চ- ৫১-৩৯১৪), ৪ টি মোবাইল,বড় আকারের ১০টি ছোরা,৩ টি দা,৫ টি বল্লম ৩ টি সুলফি,৭ টি নিগার্ড উদ্ধার করে জব্দ করেন। ক্যাপ্টেন শোয়েব এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,উদ্ধারকৃত অস্ত্র সহ আটক ৪জন ডাকাত একজন গাড়িচালকসহ ছাতক থানায় রাতে সোপর্দ করা হয়েছে। এব্যাপারে থানার ওসি গোলাম কিবরিয়া হাসান এঘটনার সত্যতা নিশ্চিত কওে বলেন এদের পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় তাদের গ্রেপ্তার সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। ##

এ সংক্রান্ত আরও সংবাদ