সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২৪
মৌলভীবাজার বিএনপির বিশেষ সভায় উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি গঠন
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক :: জাতীয়তাবাদী দল-বিএনপি মৌলভীবাজার জেলা শাখার আহবায়ক কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে স্থানীয় পৌর মিলনায়তনে জেলা বিএনপির আহবায়ক এডভোকেট মোঃ ফয়জুল করীম ময়ূন সভাপতিত্ব বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
সভার আলোচ্য সূচী মৌলভীবাজার জেলার আওতাধীন সকল উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি গঠনের লক্ষ্যে জেলা বিএনপির আহবায়ক কমিটির ৩ জন এবং স্ব-স্ব উপজেলায় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্যবৃন্দ দায়িত্ব পালন করবেন। সকল উপজেলা ও পৌরসভা বিএনপির কর্মী সভার আয়োজন জেলা থেকে নির্ধারিত তারিখ সর্ব সম্মতিক্রমে গৃহিত হয়।
গত ২৬ নভেম্বর সিলেট বিভাগে ৩১ দফার আলোকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ ব্যাপারে সিলেটের মতো মৌলভীবাজার জেলা সদরে একটি কর্মশালা করার সিদ্ধান্ত সর্ব সম্মতিক্রমে গৃহীত হয়। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর মাজার জিয়ারতের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির আহবায়ক এডভোকেট ফয়জুল করিম ময়ুন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান, জেলা বিএনপির সদস্য মোয়াজ্জেম হোসেন মাতুক, মৌলভী আব্দুল ওয়ালি সিদ্দিকি, এডভোকেট আবেদ রাজা, মোশাররফ হোসেন বাদশা, আব্দুল মুকিত, আশিক মোশারফ, নাছির উদ্দিন মিঠু, হেলু মিয়া, আব্দুর রহিম রিপন,মো: ফখরুল ইসলাম, বকশী মিছবাউর রহমান, মতিন বক্স, আব্দুল হাফিজ, জিতু মিয়া প্রমুখ।
উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সদস্য মুহিতুর রহমান হেলাল, মাহমুদুর রহমান, মনোয়ার আহমেদ রহমান, মাহবুব ইজদানী ইমরান, বকশী জুবায়ের আহমেদ, আবুল কালাম বেলাল, স্বাগত কিশোর দাস চৌধুরী, গাজী মারুফ আহমেদ, আব্দুল হক, দুরুদ আহমদ, আশরাফুজ্জামান খাঁন নাহাজ, সেলিম মোহাম্মদ সালাউদ্দিন, আনিছুজ্জামান বায়েছ, মহসিন মিয়া মধু।
জেলা বিএনপির আহবায়ক সমাপনী বক্তব্যে বলেন,৩১ দফার আলোকে কর্মশালার ব্যাপারে পরবর্তীতে তারিখ ও সময় জানানো হবে। বিগত স্বৈরাচারী অবৈধ সরকারের আমলে স্ব-স্ব উপজেলা ও পৌরসভায় যাঁরা আন্দোলন সংগ্রামে উপস্থিত থেকে কেন্দ্রীয় কর্মসূচীকে সফল এবং সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন, মামলা-হামলার শিকার হয়েছেন,আন্দোলন-সংগ্রামে রাজপথে ছিলেন, ত্যাগ স্বীকার করেছেন কমিটিতে তাঁদেরকে যথাযথ মূল্যায়ন করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি