সুনামগঞ্জে নমুনা শস্য কর্তন ও মাঠ দিবস পালিত

প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২৪

সুনামগঞ্জে নমুনা শস্য কর্তন ও মাঠ দিবস পালিত

সুনামগঞ্জে নমুনা শস্য কর্তন ও মাঠ দিবস পালিত

সুনামগঞ্জ প্রতিনিধি

 

বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল আমন ধানের জাত বিনা ধান-১৭ ও বিনা ধান-২৬ এর প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে নমুনা শস্য কর্তন এবং মাঠ দিবস পালিত হয়েছে সুনামগঞ্জে। শুক্রবার বিকাল ৩টায় সদর উপজেলার কোনাগাঁও গ্রামে বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে এ কর্মসূচি পালিত হয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহাযোগিতায় সুনামগঞ্জ বিনা উপকেন্দ্র এ অনুষ্ঠানের আয়োজন করে।

সুনামগঞ্জ বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শেফাউর রহমানের সভাপতিত্বে ও বৈজ্ঞানিক কর্মকর্তা মাহমুদুল হাসান মানিকের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বিনার পরিচালক (গবেষণা) ড. মো. ইকরামুল হক, প্রকল্প পরিচালক ড. মাহবুবুল আলম তরফদার, উপ-প্রকল্প পরিচালক ড. মো. আশিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাকিবুল আলম প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ