২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৫৪

প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২৪

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৫৪

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৫৪

 

অনলাইন ডেস্ক

 

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৪৮৫ জনে দাঁড়িয়েছে। আর গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫৪ জন ডেঙ্গু রোগী। ফলে চলতি বছর এখন পর্যন্ত হাসপাতালে ভর্তির মোট সংখ্যা ৯০ হাজার ৭৯৪ জন হয়েছে।

আজ শুক্রবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তী রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) পাঁচজন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৯১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮৫, জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৫ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২২ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪১ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন রয়েছেন।

২৪ ঘণ্টায় ৫৮৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে মোট ৮৭ হাজার ২৮১ জন ডেঙ্গু রোগী ছাড়পত্র পেলেন।

উল্লেখ্য, গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী।

বিডি প্রতিদিন

এ সংক্রান্ত আরও সংবাদ