শিক্ষক পবিত্র কুমার সরকার আর নেই

প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২৪

শিক্ষক পবিত্র কুমার সরকার আর নেই

শিক্ষক পবিত্র কুমার সরকার আর নেই

 

স্বপন দেব, মৌলভীবাজার :: মৌলভীবাজার মৌলভীবাজারের কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গণিত) পবিত্র কুমার সরকার (৫২) শুক্রবার সকাল ১১টায় মৌলভীবাজার সদর হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবত দুরারোগ্য ব্যাধিতে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার দুপুরে শিক্ষক পবিত্র কুমার সরকার এর কর্মস্থল কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে মরদেহ রেখে সমবেদনা ও শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে শিক্ষক পবিত্র কুমার সরকারের মরদেহ ময়মহনসিংহ জেলার মুক্তাগাছা গ্রামের নিজ পারিবারীক শ্মশানঘাটে রাত ১১টায় শেষকৃত্য হবে। তাঁর মৃত্যুতে শিক্ষক, ছাত্র, সুশীল সমাজ সহ এলাকার সর্বমহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

 

এ সংক্রান্ত আরও সংবাদ