সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২৪
শ্রীলীলা নাকি সামান্থা, কে আছেন এগিয়ে!
অনলাইন ডেস্ক
‘পুষ্পা টু: দ্য রুল’-এর আইটেম গানের প্রস্তাব নাকি প্রথমে যায় সামান্থার কাছে। তারপর এই প্রস্তাব দেওয়া হয় শ্রদ্ধা কাপুরকে। কিন্তু শ্রদ্ধার চাওয়া পারিশ্রমিক শুনে পিছিয়ে যান ছবির নির্মাতারা। তারপরেই শ্রীলীলাকে বেছে নেওয়া হয়।
সেই আইটেম গানটির নাম ‘কিসিক’। পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে এই গান। আর এই গানেই উঠে আসে দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলার নাচের ঝলক। তারপরেই শুরু হয়েছে তুলনা। নেটিজেনদের দাবি, শ্রীলীলার ‘কিসিক’ পিছিয়েই রয়েছে। কোনোভাবেই সামান্থা রুথ প্রভুর ‘ও আন্তাভা’ কে ছুঁতে পারেনি শ্রীলীলার ঝলকানি। আবার একাংশ মনে করছেন, শ্রীলীলাকে যেন সামান্থার মতো করেই সাজিয়ে তোলা হয়েছে গানটিতে।
সামান্থার থেকে কম পারিশ্রমিক নেওয়ার ব্যাপারে এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হয় শ্রীলীলাকে। সেই সাক্ষাৎকারে শ্রীলীলা জানিয়েছিলেন, প্রযোজকের সঙ্গে পারিশ্রমিক নিয়ে নাকি তার কোনো আলোচনা হয়নি। তাই পারিশ্রমিক নিয়ে তিনি মন্তব্য করতে চান না।
তবে নেটিজেনদের কাছে পারফর্মেন্সে শ্রীলীলা পিছিয়ে থাকলেও বাস্তবে পারিশ্রমিকেও পিছিয়ে এই আইটেম গার্ল। শোনা যাচ্ছে, শ্রীলীলা ‘কিসিক’ এর জন্য ২ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। অন্যদিকে ‘ও আন্তাভা’র জন্য সামান্থা নিয়েছিলেন ৫ কোটির পারিশ্রমিক।
ইতোমধ্যে শ্রীলীলার ‘কিসিক’-এর প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে। ছবিতে নাকি এই গানের বিশেষ ভূমিকা রয়েছে। তাই নাচের সম্পূর্ণ ভিডিও নাকি ছবি মুক্তি পাওয়ার পরই দর্শক দেখতে পাবেন।
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি