ট্রাম্পের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানালেন পুতিন

প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২৪

ট্রাম্পের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানালেন পুতিন

ট্রাম্পের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানালেন পুতিন

অনলাইন ডেস্ক

 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট-নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পকে একজন অভিজ্ঞ ও বুদ্ধিমান নেতা হিসেবে প্রশংসা করেছেন। তবে তিনি সতর্ক করে বলেছেন, ট্রাম্প এখনও নিরাপদ নন।

কাজাখস্তানে এক শীর্ষ সম্মেলন শেষে বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় পুতিন এসব মন্তব্য করেন। তিনি বলেন, ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় যে অশোভন পদ্ধতি ব্যবহার করা হয়েছে, তা চমকে দেওয়ার মতো। এমনকি তার প্রাণনাশের চেষ্টাও হয়েছে।

পেনসিলভানিয়ায় জুলাই মাসে ট্রাম্পের ওপর একটি হামলার চেষ্টা চালানো হয়, যাতে তিনি আহত হন। এরপর সেপ্টেম্বর মাসে, ফ্লোরিডার একটি গলফ কোর্সে এক ব্যক্তি স্নাইপার রাইফেল নিয়ে অবস্থান করেন। পরে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে ট্রাম্পকে হত্যার চেষ্টার অভিযোগ আনা হয়।

পুতিন আরও বলেন, ইতিহাসে যুক্তরাষ্ট্রে এমন অনেক ঘটনা ঘটেছে। আমার মতে, ট্রাম্প বুদ্ধিমান এবং আমি আশা করি তিনি তার নিরাপত্তা নিশ্চিত করবেন।

নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্পের পরিবার ও সন্তানদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষের কটূক্তি নিয়ে হতাশা প্রকাশ করেন পুতিন। তিনি বলেন, রাশিয়ায় এমনকি অপরাধীরাও এমন নোংরা পদ্ধতির আশ্রয় নেয় না।

ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে পুতিন বাইডেন প্রশাসনের সমালোচনা করেন। তিনি দাবি করেন, রাশিয়ার ওপর পশ্চিমা ক্ষেপণাস্ত্র হামলা চালানোর অনুমতি দিয়ে কিয়েভকে উৎসাহিত করার কৌশল হয়তো ট্রাম্পকে অসুবিধায় ফেলার উদ্দেশ্যে নেওয়া হয়েছে।

পুতিন আশাবাদ ব্যক্ত করেন, ট্রাম্প এই সংকটের সমাধান খুঁজে বের করতে সক্ষম হবেন। তিনি আরও বলেন, মস্কো সংলাপের জন্য সবসময় প্রস্তুত।

বিডিপ্রতিদিন

এ সংক্রান্ত আরও সংবাদ