চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে মিছিল-সমাবেশ

প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২৪

চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে মিছিল-সমাবেশ

চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে মিছিল-সমাবেশ

অনলাইন ডেস্ক

 

ইসকনকে নিষিদ্ধ ঘোষণা এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশসহ কয়েকটি রাজনৈতিক দল। শুক্রবার জুমার নামাজের পর নগরীর জমিয়তুল ফালাহ জামে মসজিদ থেকে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ওয়াসা মোড় ও জিইসি মোড় হয়ে ষোলশহর দুই নম্বর গেটে গিয়ে শেষ হয়।

সমাবেশে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা নাসির উদ্দিন মুনির বলেন, আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে ইসকন সন্ত্রাসীরা হত্যা করেছে। জখম করেছে আইনজীবীসহ বেশ ক’জন ছাত্র-জনতাকে। এ ঘটনায় দেশের ১৮ কোটি মুসলমানসহ বিশ্বের সকল মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। অবিলম্বে ইসকনকে বাংলাদেশে সকল কার্যক্রম পরিচালনা থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আওয়ামী প্রেতাত্মা এখন সংখ্যালঘুদের ঘাড়ে পা দিয়ে বাংলাদেশকে একটি নৈরাজ্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। আমরা জুলাই-আগস্টে ছাত্র-জনতার শাহাদাতের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে ব্যর্থ হতে দেব না। ইসকনের ষড়যন্ত্র মোকাবিলা ও আইন-শৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

একই ঘটনার প্রতিবাদে নগরীর কাজীর দেউরী এলাকায় বিক্ষোভ মিছিল জাগপা। জাগপার প্রেসিডিয়াম সদস্য ও মহানগর সভাপতি আবু মোজাফফর মোঃ আনাছের সভাপতিত্বে এতে বক্তক্য রাখেন জাগপার কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও জেলা সভাপতি তানিয়া আকতার রূপা, মহানগর সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন। এছাড়াও আন্দরকিল্লাহ শাহী জামে মসজিদ থেকে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদ এবং ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নেজামে ইসলাম পার্টি চট্টগ্রাম মহানগর। মিছিলটি আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেইট থেকে শুরু হয়ে নগরীর মোমিন রোড, চেরাগী পাহাড় হয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। নেজামে ইসলাম পার্টি চট্টগ্রাম মহানগর উপদেষ্টা ক্বারী ফজলুল করিম জিহাদীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর নেজামে ইসলাম পার্টির সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন রব্বানী। বক্তব্য রাখেন এডভোকেট নিজাম উদ্দীন, দ্বীন মুহাম্মদ, সাংবাদিক আলী হাসান, সৈয়দ নুর মুহাম্মদ কিবরিয়া, মাওলানা জাফর আহমদ, মাওলানা আবু সালেহ, ক্বারী ওবাইদুল্লাহ, ছাত্রসমাজ নেতা মোহাম্মদ আমান উল্লাহ প্রমুখ।

এদিকে ময়মনসিংহ মুর্শিদপুরে মাজার ও মসজিদে হামলা, ভাংচুর ও লুটপাটের পর আগুন দেয়া এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে নগরীর লালদিঘী চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণ। মাওলানা কাজী আবদুর রহমান আজাদের সভাপতিত্বে আলমগীর ইসলাম বঈদীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য এম. সোলায়মান ফরিদ। বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্টের মজলিসে সূরা সদস্যমাওলানা সৈয়দ মুহাম্মদ আমান উল্লাহ আমান সমরকন্দী, প্রকাশনা সচিব ইঞ্জিনিয়ার সৈয়দ মুহাম্মদ আবু আজম, মহানগর উত্তরের সহ সাংগঠনিক সম্পাদক আবদুল করিম সেলিম, হাফেজ মুহাম্মদ নুরুল আলম, মাহমুদুল হক সওদাগর, মাস্টার মুহাম্মদ ইউসুফ, ইঞ্জিনিয়ার মুহাম্মদ বাহার উল্লাহ, ফজল হক ফারুক, শ্রমিক ফ্রন্ট নগর দক্ষিণের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুবসেনা সভাপতি এনামুল হক এনাম প্রমুখ।

বিডি প্রতিদিন