সিলেট ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২৪
শোকে কী লিখলেন সামান্থা
অনলাইন ডেস্ক
শুক্রবার থেকে শুরু হয়ে গেছে নাগা চৈতন্যের বিয়ে অনুষ্ঠান। গায়ে হলুদ, মঙ্গলস্নান সবই হয়েছে। এমন দিনে মুম্বাইয়ে ছিলেন সামান্থা রুথ প্রভু। এক দিকে প্রাক্তন স্বামীর বিয়ের উদযাপন, অন্যদিকে একই দিনে পিতৃবিয়োগ সামান্থার জীবনে। বাবাকে হারালেন সামান্থা।
জীবনের একটা সময়ে পরিবারের সঙ্গে দূরত্ব বাড়ে অভিনেত্রীর। সে কথা নিজেই জানিয়েছিলেন। যদিও পরবর্তী সময়ে নিজেকে প্রতিষ্ঠিত করার পরে কাছাকাছি আসেন তারা। বৃহস্পতিবার রাতে সামান্থাকে দেখা গিয়েছিল মুম্বাইয়ের এক রেস্তোরাঁয়। সেখানে ‘সিটাডেল হানি বানি’র সাফল্য উদযাপন করছিলেন তিনি। সহ-অভিনেতা বরুণ ধওয়ানের সঙ্গে নাচতেও দেখা যায় তাঁকে।
কিন্তু শুক্রবার বেলা গড়াতে না গড়াতেই দুঃসংবাদ। অভিনেত্রীর বাবা জোসেফ রুথ প্রভুকে হারিয়ে লেখেন, ‘‘বাবা যত দিন না ফের আমাদের দেখা হয়।’’ অতীতে এক সাক্ষাৎকারে বাবার প্রসঙ্গে সামান্থা জানিয়েছিলেন, তার বাবা কখনওই তাকে মাথায় তোলেননি। পরীক্ষায় প্রথম হলেও বলে এসেছেন, এটাই সাধারণত করে থাকে সকলে। তাই নিজেকে ভাল ভাবার বা অন্যদের থেকে আলাদা ভাবার অবকাশ পাননি। বাবাই তাকে মাটির সঙ্গে জুড়ে থাকতে সাহায্যে করেছেন।
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি