সিলেট ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২৪
সিলেটে ছাত্রশিবিরের বন্ধু প্রতিম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়
প্রেস বিজ্ঞপ্তি
‘জাতীয় ছাত্রসংহতি সপ্তাহ উপলক্ষে’ শুক্রবার সন্ধ্যায় শহরের অভিজাত হোটেলের কনফারেন্স হলে এ মতবিনিময় সভার আয়োজন করে ছাত্রশিবির সিলেট মহানগর শাখা।
কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শরীফ মাহমুদ এর সভাপতিত্বে ও মহানগর শাখার সেক্রেটারি শাহীন আহমদের সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা ও মহানগর এর সমন্বয়কবৃন্দ, শাবিপ্রবির সমন্বয়কবৃন্দ,ছাত্রমজলিসের মহানগর সভাপতি, ছাত্রঅধিকার পরিষদের মহানগর সভাপতি, ছাত্রশিবির সিলেট জেলা পূর্ব সভাপতি, জেলা পশ্চিম সভাপতি, ছাত্রঅধিকার মহানগর সেক্রেটারি সহ অন্যান্য বন্ধুপ্রতিম ছাত্রসংগঠনের মহানগর ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে ছাত্রনেতৃবৃন্দ ১৫বছরের দুঃশাসনের পরবর্তী পরিস্থিতিতে দেশগড়ার দৃপ্ত প্রত্যেয় ব্যক্ত করেন। নেতৃবৃন্দ আরো বলেন, নিজেদের মধ্যে পারস্পরিক মতানৈক্যর কারনে কোন পতিত ফ্যাসিবাদ যেনো আবারও মাথা ছাড়া দিতে না পারে, সে দিকে নিজেদের ঐক্যবদ্ধভাবে নজর রাখতে হবে। নেতৃবৃন্দ আরো বলেন, ছাত্র রাজনীতি হবে কল্যানমুখী এবং ক্যাম্পাসে সুষ্ঠু শিক্ষার পরিবেশের সহায়ক।
সভাপতির বক্তব্যে ছাত্রশিবিরের মহানগর সভাপতি শরীফ মাহমুদ উপস্থিত নেতৃবৃন্দকে আমন্ত্রণে সাড়া দিয়ে উপস্থিত হওয়ার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। তিনি বলেন, এ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যেভাবে একতাবদ্ধ ছিলাম, আগামী দিনে দেশ গড়ার জন্যও আমরা এভাবেই একতাবদ্ধ থাকবো। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা সবাই ঐক্যবদ্ধ। তিনি আরো বলেন, ফ্যাসিবাদ বার বার বিভিন্নভাবে প্রতিবিপ্লব করার এবং মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা করতেছে, এ স্বাধীনতা রক্ষায় ছাত্রশিবিরের জনশক্তি প্রথমে নিজেদের প্রাণ বিলিয়ে দিবে। অবিলম্বে জুলাই গনহত্যার সাথে জড়িত সবার বিচার করতে হবে, এবং দেশ বিরোধী ষড়যন্ত্রে সবাইকে একসাথে থাকার আহ্বান করেন।
উক্ত মতবিনিময় সভায় ছাত্রশিবিরের মহানগর সেক্রেটারিয়েট বৃন্দ, ক্যাম্পাস দায়িত্বশীলবৃন্দ এবং অন্যান্য বন্ধুপ্রতিম ছাত্রসংগঠনের বিভিন্ন ক্যাম্পাস নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি