সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে কারো চোখ রাঙানোকে ভয় পাবেন না: গোলাম পরওয়ার

প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২৪

সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে কারো চোখ রাঙানোকে ভয় পাবেন না: গোলাম পরওয়ার

সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে কারো চোখ রাঙানোকে ভয় পাবেন না: গোলাম পরওয়ার

অনলাইন ডেস্ক

 

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, পাশের দেশের সরকার ও সরকারি দলের নেতারা বাংলাদেশের আইন-শৃঙ্খলার বিষয়ে কথা বলে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। আমাদের অভিন্ন নদীসহ বিভিন্ন বিষয়ে তারা আমাদের অধিকারে হস্তক্ষেপ করছে। আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে বাংলাদেশ সরকারকে শক্ত অবস্থান গ্রহণ করতে হবে।

তিনি আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীলদের আমরা বলছি, সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে কোনো অপশক্তি ও আধিপত্যবাদীর চোখ রাঙানিকে আপনারা ভয় পাবেন না। সারা দেশের মুক্তিকামী মানুষ আপনাদের সাথে আছে। একটি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তবর্তীকালীন সরকারকে কাজ করতে হবে।

শুক্রবার চট্টগ্রাম রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে শ্রমিক কল্যান ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা মুহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান, চট্টগ্রাম মহানগরীর প্রধান উপদেষ্টা ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী, সাবেক মহানগরী সভাপতি অধ্যাপক আহসান উল্লাহ এবং ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান।

বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরীর উপদেষ্টা নজরুল ইসলাম, অধ্যক্ষ নূরুল আমীন, উত্তর জেলার প্রধান উপদেষ্টা আলাউদ্দীন সিকদার, ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সম্পাদক মুহাম্মদ ইসহাক, মহানগরীর উপদেষ্টা খায়রুল বাশার, সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, উত্তর জেলা সভাপতি ইউসুফ বিন আবু বকর, ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী দক্ষিণ সভাপতি শহীদুল ইসলাম প্রমুখ।

বিডি প্রতিদিন

এ সংক্রান্ত আরও সংবাদ