সিলেট ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২১
অনলাইন ডেস্ক :: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় পৌনে তিন লাখ টাকার বকেয়া হোল্ডিং ট্যাক্স আদায় করা হয়েছে। ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা ও ভেজাল পণ্য বিক্রির অপরাধে ৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা এবং জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
নগরীর জিন্দাবাজার এলাকায় বুধবার সিসিকের পৃথক ২টি ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করেন।
সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেট বিজন কুমার সিংহ এবং নির্বাহী ম্যাজিট্রেট সুমন চন্দ্র দাশ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত নগরের শুকরিয়া মার্কেট, কাকলী শপিং সিটি ও রহমান ম্যানশনে অভিযান পরিচালনা করে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে বকেয়া হোল্ডিং ট্যাক্স বাবদ ২ লাখ ৭৯ হাজার ১৮৯ টাকা আদায় করেন।
এসময় ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা ও ভেজাল পণ্য বিক্রির অপরাধে ৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেন ভ্রাম্যমাণ আদালত। তাদের কাছ থেকে জরিমানা বাবদ ১৩ হাজার টাকা আদায় করা হয়।
অভিযানে সিসিকের রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা এবং সিলেট মহানগর পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, নগরীর রাস্তা ও ফুটপাত দখল, অবৈধ গাড়ি পার্কিং, বকেয়া হোল্ডিং ট্যাক্স ও পানির বিল আদায়ে সিলেট সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি