সিলেট ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২৪
জামিন পেয়ে আবারও চার নারী শিশু ভারতে অনুপ্রবেশের চেষ্টা
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের কুলাউড়ায় এক মানবপাচারকারীর বাড়ি থেকে গত দুদিন আগে নারী শিশুসহ আটক ৮ বাংলাদেশি নাগরিককের মধ্যে ৪ নারী শিশুকে ২৯ নভেম্বর জামিন দেন আদালত। জামিন পাওয়ার পর রাতেই আবারও ভারতে যাওয়ার চেষ্টাকালে তাদেরকে আটক করেছে বিজিবি। শনিবার ৩০ নভেম্বর ফের তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিজিবি জানায়, গত ২৮ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক এলাকার মানবপাচারকারী মো. ওয়াসকুরুনীর বাড়ি থেকে ৮জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। পরে তাদের থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার সকালে ওই ৮জনকে আদালতে প্রেরণ করা। তাদেরকে আদালতে তোলার পর বিচারক ফুলি (৩৫), সাথী (২৫), লামিয়া (৭) ও তার তালহাকে (২) জামিন দেন। জামিন পেয়ে ওই রাতেই তারা আবারও কুলাউড়ার লালারচক সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে যাওয়ার চেষ্টা করলে বিজিবির সদস্যরা তাদেরকে ফের আটক করে। পরে তাদেরকে আটক করে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
কুলাউড়া থানার ও.সি গোলাম আপছার জানান, শনিবার দুপুরে আটককৃতদের আবারও আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি