ইসরায়েলে লাউড স্পিকারে আজান দেয়াতে নিষেধাজ্ঞা, যা বলল হামাস

প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৪

ইসরায়েলে লাউড স্পিকারে আজান দেয়াতে নিষেধাজ্ঞা, যা বলল হামাস

ইসরায়েলে লাউড স্পিকারে আজান দেয়াতে নিষেধাজ্ঞা, যা বলল হামাস

 

অনলাইন ডেস্ক

 

ইসরায়েলের মসজিদগুলোতে লাউড স্পিকারে আজান না দেয়ার নির্দেশ দিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভির। এই কট্টর ডানপন্থী নেতা স্পিকারে আজান দেয়া হলে সেখানে সরাসরি পুলিশকে বাধা দেওয়ার নির্দেশ দিয়েছেন। বলা হয়েছে, নতুন নীতিমালায় পুলিশ মসজিদে প্রবেশ করতে পারবে এবং আজান দিতে লাউডস্পিকারের সরঞ্জাম ব্যবহার করা হলে, তা বাজেয়াপ্ত করতে পারবে। এমনকি যেসব মসজিদ নির্দেশনা না মেনে স্পিকারে আজান দেবে তাদের জরিমানাও করা হবে।

এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস। সংগঠনটি বেন-গিভিরের সিদ্ধান্তকে ‘গুরুতর অপরাধ এবং উপাসনার স্বাধীনতার ওপর আক্রমণ’ বলে নিন্দা করেছে।একইসঙ্গে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে দখলদারিত্ব বন্ধ করতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এদিকে, আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গিভিরের এ সিদ্ধান্তের নিন্দা করেছে ফিলিস্তিনিরা। গতকাল রবিবার এক বিবৃতিতে ফিলিস্তিনিদের শীর্ষ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা ফিলিস্তিনি জাতীয় কাউন্সিল এই সিদ্ধান্তকে মসজিদের বিরুদ্ধে ‘অপরাধ’ বলে অভিহিত করে নিন্দা জানিয়েছে।

এছাড়া আরব লীগ, অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন এবং আন্তর্জাতিক সংস্থাগুলো মাইকে আজান দেয়ার ওপর নিষেধাজ্ঞার এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে। একইসঙ্গে পবিত্র স্থান ও ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যারা অপরাধ করছে সেই নেতাদেরও জবাবদিহি করার জন্য আহবান জানিয়েছে।

সূত্র : টাইমস অব ইসরায়েল, মিডিল ইস্ট মনিটর।

বিডি-প্রতিদিন

এ সংক্রান্ত আরও সংবাদ