পার্বত্য চুক্তি পুনর্মূল্যায়নের দাবি বাঙালিদের

প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৪

পার্বত্য চুক্তি পুনর্মূল্যায়নের দাবি বাঙালিদের

পার্বত্য চুক্তি পুনর্মূল্যায়নের দাবি বাঙালিদের

অনলাইন ডেস্ক

 

সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বৈষম্যমূলক ধারা বাতিল করে পার্বত্য চুক্তি পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

সোমবার (২ ডিসেম্বর) ১১টায় শহরে স্থানীয় একটি রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

এসময় লিখিত বক্তব্য পাঠ করেন- পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের রাঙামাটি জেলা কমিটি সংগঠনের সভাপতি মো. শাব্বির আহমেদ।

নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে উপজাতি অধ্যুষিত অঞ্চল হিসেবে স্বীকৃতি দিয়ে পার্বত্য চট্টগ্রামের প্রায় অর্ধেক জনগোষ্ঠী বাঙালির অস্তিত্বকে অস্বীকার করা হয়েছে।

তারা আরও বলেন, শিক্ষা, কর্মসংস্থান, অর্থনৈতিক কর্মকাণ্ড, সামাজিক ও রাষ্ট্রীয় বিভিন্ন সুবিধায় পার্বত্য উপজাতিদের নানা অগ্রাধিকার শর্তযুক্ত করে বাঙালিদের প্রতি বৈষম্য করা হয়েছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদেরে সঙ্গে পার্বত্য চুক্তি করে আওয়ামী লীগ সরকার একটি এজেন্ডা তৈরি করেছিল। শুধুমাত্র ক্ষমতা ধরে রাখার জন্য। তাদের স্বার্থের বলি হয়েছে পাহাড়ের সুবিধা বঞ্চিত সাধারণ বাঙালিরা। অবিলম্বে পার্বত্য চুক্তির বৈষম্যমূলক ধারা বাতিল করে পার্বত্য চুক্তি পুর্নমূল্যায়ন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানান তারা।

এ সময় উপস্থিত ছিলেন- পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু বকর ছিদ্দিক, রাঙামাটি পৌর কমিটির সভাপতি ডা. মুহাম্মদ ইব্রাহিম ও পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নূর হোসেন উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন