বিগ ব্যাশে রিশাদের বদলি নিলো হোবার্ট

প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৪

বিগ ব্যাশে রিশাদের বদলি নিলো হোবার্ট

বিগ ব্যাশে রিশাদের বদলি নিলো হোবার্ট

অনলাইন ডেস্ক

 

বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ব্যস্ততায় রিশাদ হোসেনের বিগ ব্যাশে খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল আগেই। শেষ পর্যন্ত সেই অনিশ্চয়তাই সত্যি হয়ে বিগ ব্যাশে খেলতে যাওয়া হচ্ছে না রিশাদের। তাই বাংলাদেশের তরুণ লেগ স্পিনারের বদলি হিসেবে আফগানিস্তানের ওয়াকার সালামখিলকে দলে নিয়েছে হোবার্ট হারিকেন্স।

অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শুরুর আগে সেপ্টেম্বরের প্রথম দিন প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয় সিডনিতে। ড্রাফটের চতুর্থ রাউন্ড থেকে রিশাদকে দলে টেনেছিল হোবার্ট। বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশে খেলার সুযোগ তৈরি হয় তরুণ এই লেগ স্পিনারের।

এর আগে, ভিন্ন দুটি দলের হয়ে বিগ ব্যাশে খেলেছেন সাকিব আল হাসান। তবে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশের ড্রাফট থেকে দলে পেয়েছিলেন রিশাদ। সাকিব দু’বারই বিগ ব্যাশে খেলেছিলেন বদলি হিসেবে। অস্ট্রেলিয়ার জনপ্রিয় টুর্নামেন্টে খেলার সুযোগ এলেও হোবার্টে জার্সি গায়ে জড়ানো হচ্ছে না রিশাদের।

বিসিবির কাছ থেকে অনাপত্তি পত্র না পাওয়ায় বিগ ব্যাশ খেলতে যাচ্ছেন না তিনি। আগামী ২০ ডিসেম্বর শেষ হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আর আগামী ৩০ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএলের এবারের আসর। বিগ ব্যাশ খেলার জন্য মাঝে ২১-২৯ ডিসেম্বর পর্যন্ত বিসিবির অনাপত্তি পত্র পেয়েছিলেন রিশাদ।

বিগ ব্যাশে যাওয়ার আগেই ফেরার টিকিট নিশ্চিত করতে হতো তাকে। বিপিএলের এবারের মৌসুমে ফরচুন বরিশালের হয়ে খেলবেন তিনি। ৬০ লাখ টাকায় তরুণ এই লেগ স্পিনারকে ড্রাফট থেকে দলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। তাই মাত্র এক সপ্তাহের জন্য গেলে এক কিংবা দুটি ম্যাচের বেশি খেলতে পারতেন না রিশাদ। এমন অবস্থায় ফ্র্যাঞ্চাইজি ও ক্রিকেটারের সম্মতিতে চুক্তি বাতিল করেছে হোবার্ট।

বিডি প্রতিদিন