আসাদের আলেপ্পোর প্রাসাদও বিদ্রোহীদের দখলে

প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৪

আসাদের আলেপ্পোর প্রাসাদও বিদ্রোহীদের দখলে

আসাদের আলেপ্পোর প্রাসাদও বিদ্রোহীদের দখলে

অনলাইন ডেস্ক

 

এবার সিরিয়ার আলেপ্পোতে থাকা দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রাসাদ দখল করেছে বিদ্রোহীরা। এর মধ্য দিয়ে আলেপ্পোতে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে তারা।

আলেপ্পোর নিয়ন্ত্রণ নেয়ার পর নিকটবর্তী হামা প্রদেশে আক্রমণ শুরু করেছে তারা।

সিরিয়ার সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) গত সপ্তাহে আলেপ্পো ও ইদলিব প্রদেশে সরকারি বাহিনীর বিরুদ্ধে অতর্কিত আক্রমণ শুরু করে। আলেপ্পোতে গতকাল আসাদের প্রাসাদের পাশাপাশি আলেপ্পো মিলিটারি একাডেমির দখলও নিয়ে নেয় বিদ্রোহীরা।

বার্তা সংস্থা এএফপি জানায়, কিছু কুর্দি অধ্যুষিত অঞ্চল বাদে পুরো আলেপ্পোই বিদ্রোহীদের দখলে চলে এসেছে। ২০১২ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম আসাদ সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে প্রদেশটি।

সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস পূর্বে আল কায়দার সিরিয়া শাখা হিসেবে দায়িত্ব পালন করেছে। ২০১৬ সালে তারা আল কায়দার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। যুক্তরাষ্ট্র, সিরিয়া ও রাশিয়া সরকার এই এইচটিএসকে ‘জঙ্গি গোষ্ঠীর’ তালিকায় রেখেছে।

বিডি প্রতিদিন

এ সংক্রান্ত আরও সংবাদ