সিলেট ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৪
ফিলিপাইনে সামুদ্রিক কচ্ছপ খেয়ে ৩ জনের মৃত্যু, অসুস্থ ৩২
অনলাইন ডেস্ক
ফিলিপাইনে বিপন্ন প্রজাতির সামুদ্রিক কচ্ছপ খেয়ে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে এবং ৩২ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। মাগুইন্দানাও দেল নর্তে প্রদেশে সমুদ্রতীরবর্তী একটি শহরে গত সপ্তাহে এ ঘটনা ঘটে।
কর্মকর্তারা বলছেন, ভাপে সিদ্ধ করে রান্না করা এই সামুদ্রিক কচ্ছপ খেয়ে আদিবাসী টেডুরাই সম্প্রদায়ের বহু মানুষ ডায়রিয়া, বমি এবং তলপেটে ব্যথার মতো উপসর্গে ভুগতে শুরু করে।
ফিলিপাইনের পরিবেশ সংরক্ষণ আইনে সামুদ্রিক কচ্ছপ শিকার করা ও খাওয়া নিষিদ্ধ। তবে কিছু সম্প্রদায় এখনও এই কচ্ছপ ঐতিহ্যবাহী খাবার হিসেবে খেয়ে থাকে। কিন্তু সামুদ্রিক কচ্ছপ দূষিত শৈবাল খায়। তাই এই কচ্ছপ রান্না করার পরও তা বিষাক্ত থেকে যেতে পারে বলেই অভিমত বিশেষজ্ঞদের।
স্থানীয় এক কর্মকর্তা আইরিন ডিলো বিবিসি-কে বলেছেন, রান্না করা এই সামুদ্রিক কচ্ছপ খেয়ে কয়েকটি কুকুর, বিড়াল এমনকি মুরগিও মারা গেছে। মৃত্যুর সঠিক কারণে জানতে তদন্ত চলছে।
কচ্ছপটি দিয়ে অ্যাডোবো নামের জনপ্রিয় একটি ফিলিপিনো খাবার তৈরি করা হয়েছিল। এই খাবার ভিনেগার ও সয়াসস দিয়ে ভাপে রান্না মাংস ও সবজি যোগে প্রস্তুত করা হয়। সাদা বালুকাময় সৈকত ও স্বচ্ছ পানির সমুদ্র উপকূলীয় দাতু ব্লাহ সিনসুয়াত শহরের বাসিন্দারা সাধারণত সমুদ্র থেকেই খাবার আহরণ করে।
কর্মকর্তা আইরিন বলেন, সামুদ্রিক কচ্ছপ খেয়ে মৃত্যুর ঘটনা খুবই দুঃখজনক। কারণ, সেখানে মাছ ও লবস্টারের মতো আরও অনেক সামুদ্রিক খাবারের প্রাচুর্য রয়েছে।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, অসুস্থ হয়ে যারা হাসপাতালে ভর্তি হয়েছিলেন তাদের বেশিরভাগই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। আর মারা যাওয়া তিনজনকে স্থানীয় প্রথা অনুযায়ী দ্রুত দাফন করা হয়েছে।
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি