বাউবি বিএ-বিএসএস পরীক্ষার প্রথম দিনে ৪৩ শিক্ষার্থী বহিষ্কার

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৪

বাউবি বিএ-বিএসএস পরীক্ষার প্রথম দিনে ৪৩ শিক্ষার্থী বহিষ্কার

বাউবি বিএ-বিএসএস পরীক্ষার প্রথম দিনে ৪৩ শিক্ষার্থী বহিষ্কার

অনলাইন ডেস্ক

 

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) বিএ-বিএসএস পরীক্ষা শুরুর প্রথম দিনে ৪৩জন শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বাউবি’র তথ্য ও গণসংযোগ বিভাগ সূত্রে সোমবার এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত বিএ/বিএসএস প্রোগ্রামের ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ সেমিস্টারের ২০২২ এর পরীক্ষা দেশব্যাপী ২৮৫টি কেন্দ্রে একযোগে গত ২৯ নভেম্বর শুরু হয়েছে।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রো-উপাচার্য ও ট্রেজারার ঢাকাস্থ বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরীক্ষা শুরুর প্রথম দিনে উপাচার্য, প্রো-উপাচার্য ও ট্রেজারার মিলে ৪৩ জন পরীক্ষার্থীকে অসদুপায় (নকল) অবলম্বনের দায়ে বহিষ্কারের সুপারিশ করেন।

বিডি প্রতিদিন