পানছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প

প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৪

পানছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প

পানছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প

অনলাইন ডেস্ক

 

খাগড়াছড়ি জোনের আওতাধীন পানছড়ি সাবজোনে সেনাবাহিনীর তত্ত্বাবধানে বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ বিতরণ, হুইল চেয়ার ও অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

আজ সোমবার শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লে. কর্নেল আবুল হাসনাত জুয়েল, পিএসসি জোন কমান্ডার, খাগড়াছড়ি।

এ সময় লে. কর্নেল মো. রাকিবুল ইসলাম, এফসিপিএস, এমসিপিএস, ডিসিপি অধিনায়ক, ৫ ফিল্ড এম্বুলেন্স এবং মেজর মো. জায়েদ-উর-রহমান অয়ন, সাব জোন কমান্ডার, পানছড়ি সাব জোন উপস্থিত ছিলেন।

এছাড়া চিকিৎসা প্রদানের জন্য মেডিকেল অফিসার হিসেবে বিএসএস নয়া- ক্যাপ্টেন শামিন তাহজিব, বিএসএস নয়া- ক্যাপ্টেন লাবনী জামান, এমডিএস খাগড়াছড়ি ক্যাপ্টেন রিদওয়ান উদ্দিন আহমেদ আর এম ও খাগড়াছড়ি জোন এবং ডা. বিদর্শী চাকমা, এমবিবিএস, মেডিকেল অফিসার পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপস্থিত ছিলেন।

মেডিকেল ক্যাম্পে ৩৯১জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয় ও ১০০ জনকে কম্বল বিতরণ করা হয়।

বিডি প্রতিদিন