আগরতলায় বাংলাদেশের হাইকমিশনে হামলার ঘটনায় সিলেটে বিক্ষোভ

প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৪

আগরতলায় বাংলাদেশের হাইকমিশনে হামলার ঘটনায় সিলেটে বিক্ষোভ

আগরতলায় বাংলাদেশের হাইকমিশনে হামলার ঘটনায় সিলেটে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

ভারতের আগরতলার কুঞ্জবনে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে সিলেটে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সোমবার রাত ৮টার দিকে মহানগরের চৌহাট্টা এলাকা থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি মহানগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা ও ভাঙচুর ও জাতীয় পতাকা ছিঁড়ে ফেলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগ এনে ও ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে সোমবার বিক্ষোভ সমাবেশ ডাকে আগরতলার হিন্দুত্ববাদী একটি সমিতি। আগরতলা সার্কিট হাউসে অবস্থিত গান্ধী মূর্তির সামনে এ বিক্ষোভ সমাবেশ হয়।

পরে সহকারী হাইকমিশনের ভেতরে প্রবেশ করে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ফেলেন এবং সেই পতাকা ছিঁড়ে ফেলেন তারা। এরপর ভবনের সামনে থাকা সাইনবোর্ড ভেঙে সেটিতে আগুন ধরিয়ে দেন। এর প্রতিবাদে সারাদেশে বিক্ষোভের ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

এর আগে, ভারতের ডানপন্থী সংস্থা ‘হিন্দু সংগ্রাম স্মৃতি’ ত্রিপুরায় বাংলাদেশি সহকারী হাইকমিশনে হামলা চালায়।

এ সংক্রান্ত আরও সংবাদ