দৃষ্টিশক্তি হারিয়েছেন জনপ্রিয় গায়ক এলটন জন

প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৪

দৃষ্টিশক্তি হারিয়েছেন জনপ্রিয় গায়ক এলটন জন

দৃষ্টিশক্তি হারিয়েছেন জনপ্রিয় গায়ক এলটন জন
অনলাইন ডেস্ক

 

জনপ্রিয় ব্রিটিশ সংগীতশিল্পী এলটন জন। গান দিয়ে এখনও ভক্তদের মাতিয়ে রাখেন এই শিল্পী। তবে ভালো নেই এলটন। কারণ দৃষ্টিশক্তি হারিয়ে এখন অন্ধত্বের সঙ্গে লড়াই করছেন তিনি।

গত রবিবার লন্ডনের একটি লাইভ শোতে এসে জন জানিয়েছেন, একটি গুরুতর সংক্রমণের কারণে তার চোখের দৃষ্টি সম্পূর্ণ হারিয়ে গেছে। লন্ডনের ডোমিনিয়ন থিয়েটারে একটি শোতে এসে তিনি তার এই কঠিন অভিজ্ঞতার কথা শেয়ার করেন। এলটন বলেন, তার চোখে অনেকদিন ধরে সমস্যা চলছিল এবং এখন তিনি কিছুই দেখতে বা পড়তে পারছেন না। তবে, তিনি আশা প্রকাশ করেছেন যে চিকিৎসার মাধ্যমে তার দৃষ্টিশক্তি ফিরে আসবে, তবে এটি সময়সাপেক্ষ হবে।

এলটন তার সঙ্গী ডেভিড ফার্নিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, যিনি এই কঠিন সময়ে তার পাশে ছিলেন এবং মানসিক সমর্থন দিয়েছেন। প্রায় তিন দশক একসাথে থাকার পর ২০১৪ সালে তারা বিয়ে করেন।

বিডি প্রতিদিন