সিলেটে ‘মাছ ব্যবসায়ীদের’ হা ম লা য় প্রাণ গেলে কিশোরের

প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৪

সিলেটে ‘মাছ ব্যবসায়ীদের’ হা ম লা য় প্রাণ গেলে কিশোরের

লালদিঘীরপাড় হকার মার্কেট। ফাইল ছবি।

সিলেটে ‘মাছ ব্যবসায়ীদের’ হা ম লা য় প্রাণ গেলে কিশোরের

নিজস্ব প্রতিবেদক

 

সিলেটে ‘মাছ ব্যবসায়ীদের’ হামলায় এক কিশোর নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে মহানগরীর লালদিঘীরপাড় অস্থায়ী হকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত কিশোর মো. জাহিদ খান মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার দিঘরখান্দী এলাকার মো. দুদু মিয়ার ছেলে। এ ঘটনায় ফরহাদ (১৬) নামের এক কিশোরকে আটক করেছে পুলিশ। আটক ফরহাদ মহানগরের লামাপাড়া বাদশা মিয়ার কলোনীর বাসিন্দা খায়রুল ইসলামের ছেলে।

 

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক। তিনি জানান, ঐ কিশোর লালদিঘীরপাড় হকার মার্কেটের একটি চা দোকানের কর্মচারী ছিলো। এ ঘটনায় অভিযুক্ত ফরহাদ নামের এক কিশোরকে আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

একটি সূত্র জানিয়েছে, স্থানীয় ‘মাছ ব্যবসায়ীদের’ দ্বন্দ্বের জেরে এই কিশোর নিহত হয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ