সিলেট ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৪
বিশ্বনাথে ‘শিক্ষার্থী সাইম’ হ ত্যা র সুষ্ঠ বিচারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
অনলাইন ডেস্ক
সিলেটের বিশ্বনাথ উপজেলার সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী ও পৌরসভার ২নং ওয়ার্ডের জানাইয়া নোয়াগাঁও গ্রামের নিজাম উদ্দিনের পুত্র রাহি আহমদ সাইম হত্যার সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) দুপুরে নিহত সাইমের শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে মানববন্ধন কর্মসূচিটি পালন করা হয়। এতে সাইমের সহপাঠীরা’সহ বিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষকরা অংশগ্রহন করেন।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা রাহি আহমদ সাইম হত্যার ঘটনায় সুষ্ঠ তদন্ত সাপেক্ষে ঘটনার আসল রহস্য উন্মোচন করে এর সাথে জড়িত দোষী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠ বিচারের দাবী জানান।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম জাহাঙ্গীর, ৯ম শ্রেণীর শিক্ষার্থী ইকবাল উদ্দিন, নিহতের বড় ভাই সাইফ উদ্দিন, বাবা নিজাম উদ্দিন, মা রত্না বেগম আত্মীয় তোয়াব আলী।
উল্লেখ্য, গত ২৭ নভেম্বের চাচার ঘর থেকে রাহি আহমদ সাইমের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এরপর গত ২৯ নভেম্বর নিহতের মা রত্মা বেগম বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে ও আরোও ৩ জনকে অজ্ঞাতনামা অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন। মামলা ১২ (তাং ২৯.১১.২৪ইং)। মামলার এজহারনামীয় অভিযুক্তরা হলেন- নিহত সাইমের চাচা (বাবার চাচাতো ভাই) পৌর শহরের জানাইয়া নোয়াগাঁও গ্রামের তাহির মিয়া (৩৭), ফুফু নিলুফা বেগম (৩৪) ও চাচী রুবিনা বেগম (৩০)। বিশ্বনাথ থানা পুলিশ ইতিমধ্যে মামলার এজাহারনামীয় ৩ অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে এবং খুন হওয়া সাইমের মৃত্যুর আসল রহস্য উদঘাটন, অজ্ঞাতনামা পলাতক অভিযুক্ত সনাক্তকরণ ও গ্রেপ্তার, সাইমের ব্যবহৃত মোবাইল উদ্ধার, হত্যাকান্ডে ব্যবহৃত আলামত উদ্ধারের জন্য গ্রেপ্তারকৃত ওই ৩ জনকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতের কাছে আবেদন করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও বিশ্বনাথ থানার এসআই আব্দুল হান্নান।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি