সিলেট ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৪
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ
শেষ ওভারের নাটকীয়তায় হেরে গ্রুপ রানার্সআপ টাইগার যুবারা
অনলাইন ডেস্ক
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে সেমিফাইনাল আগেই নিশ্চিত করে রেখেছিল বাংলাদেশ। তাই শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ম্যাচটি ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। এই ম্যাচে শ্রীলঙ্কার দেওয়া ২২৯ রানের লক্ষ্য তাড়ায় জয়ের জন্য শেষ ওভারে টাইগার যুবাদের প্রয়োজন ছিল ১১ রান। কিন্তু শেষ ওভারের নাটকীয়তায় সাত রানে হেরে গেছে তারা।
৫০তম ওভারে শেষ উইকেট জুটিতে পিচে ছিলেন জয়ের দিকে এগিয়ে নিয়ে যাওয়া ফরিদ হাসান ও ইকবাল হোসেন ইমন। তখন বোলিংয়ে এসে তাদের সব আশা ভেস্তে দেন লঙ্কান যুবা কুগাদাস মাথুলান। ওভারের প্রথম বলেই স্ট্রাইকে থাকা ফরিদ হাসানকে রান নিতে দেননি তিনি। পরের বলটি ওয়াইড। এরপর সিঙ্গেল নিয়ে ইমনকে স্ট্রাইক দেন ফরিদ।
ওভারের তৃতীয় বলে সিঙ্গেল নেওয়ার চেষ্টাকালে রান আউটের ফাঁদে পড়েন ইমন। এতে করে থামে টাইগার যুবাদের শেষ ওভারের রোমাঞ্চকর লড়াই।
এর আগে, জবাব দিতে নেমে নেমে দুই ওপেনারের ব্যাটে ভালো শুরু পায় যুব টাইগাররা। এরপর কালাম সিদ্দিকী ও জাওয়াদ আবরারের উদ্বোধনী জুটি ভাঙে ৫২ রানে। ব্যক্তিগত ২৪ রানে রানআউট হয়ে সাজঘরে ফেরেন জাওয়াদ।
এরপর বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিম তামিম (৮) এবং মোহাম্মদ শিহাব জেমস (৬) দুজনেই থিতু হতে পারেননি। ৯৮ রানে ৩ উইকেট হারানো দলের হাল ধরেন কালাম সিদ্দিকি ও দেবাশীষ দেবা। দুজন মিলে গড়েন ৭৪ রানের জুটি।
এরপরই ছন্দপতন হয় কালামের বিদায়ে। ১৩৪ বলের ইনিংসে তিনি ৫ রানের আক্ষেপ নিয়ে ফেরেন। আটটি চার ও এক ছক্কায় ৯৫ রান করেন কালাম। এর পর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ।
দেবাশীর্ষ করেছেন ৩২ রান। টেলএন্ডারে নেমে ২৪ রানে অপরাজিত ছিলেন ফরিদ হাসান। সামিউন বাসির করেন ১৪ রান। দ্রুত রানআপে তারা জয়ের সম্ভাবনা জাগালেও ৩ বল বাকি থাকতেই বাংলাদেশ অলআউট হয়ে যায় ২২১ রানে। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেয় ভিহাস থিউমিকা।
তার আগে, আল ফাহাদ ও রিজান হাসানদের দারুণ বোলিংয়ে লঙ্কানদের রানের চাকায় কিছুটা লাগাম পড়ে। যদিও ১০৬ রানের ইনিংস খেলে জয়ের জন্য যথেষ্ট পুঁজি এনে দেন বিমাথ দিনসারা।
এ ছাড়া ভিহাস ২২, লাকভিন আবেসিংহে ২১ এবং ভিমান চামুদিথা ২০ রান করেন। বাংলাদেশের পক্ষে ফাহাদ সর্বোচ্চ ৪টি এবং রিজান নেন ৩ উইকেট।
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি