সিলেট ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৪
উর্ভিল প্যাটেল। ফাইল ছবি।
দ্রুততম সেঞ্চুরির রেকর্ডের পর সেই উর্ভিলের ৩৬ বলে শতক
অনলাইন ডেস্ক
টি-টোয়েন্টিতে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ার এক ম্যাচ পর আবারও জ্বলে উঠল উর্ভিল প্যাটেলের ব্যাট। বিস্ফোরক ব্যাটিংয়ে আরেকটি শতক উপহার দিলেন গুজরাটের এই ওপেনার।
সৈয়দ মুশতাক আলি ট্রফিতে মঙ্গলবার (০৩ ডিসেম্বর) উত্তারাখান্ডের বিপক্ষে তিন অঙ্কের মাইলফলক স্পর্শ করেন উর্ভিল। রান তাড়ায় ইনিংস শুরু করতে নেমে ১১৫ রান করে দলের জয় সঙ্গে নিয়ে ফেরেন তিনি। তার ৪১ বলের বিধ্বংসী ইনিংসটি সাজানো ১১ ছক্কা ও ৮ চারে। এই ইনিংসের পথে ৩৬ বলে সেঞ্চুরি স্পর্শ করেন উর্ভিল। স্বীকৃত টি-টোয়েন্টিতে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে যা চতুর্থ দ্রুততম। এই সংস্করণে এটি তার দ্বিতীয় শতক।
ইন্দোরে উর্ভিলের তাণ্ডবে ১৮৩ রানের লক্ষ্য তাড়ায় স্রেফ ১৩.১ ওভারেই ৮ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় গুজরাট। আসরে ৬ ম্যাচে এটি তাদের পঞ্চম জয়। ২০ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের টেবিলে আছে দ্বিতীয় স্থানে।
চলতি আসরে তিন ম্যাচের মধ্যে দ্বিতীয়বার তিন অঙ্ক স্পর্শ করলেন ২৬ বছর বয়সী উর্ভিল। গত বুধবার ত্রিপুরার বোলারদের তুলাধুনা করে ১২ ছক্কা ও ৭ চারে ৩৫ বলে ১১৩ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ওই ইনিংসের পথে ২৮ বলে তিন অঙ্ক স্পর্শ করেছিলেন উর্ভিল। ভারতের ব্যাটসম্যানদের মধ্যে টি-টোয়েন্টিতে তার চেয়ে কম বলে সেঞ্চুরি নেই আর কারও। ভেঙে দেন তিনি ২০১৮ সালের জানুয়ারিতে এই টুর্নামেন্টেই রিশাভ পান্তের করা ৩২ বলে সেঞ্চুরির রেকর্ড।
স্বীকৃত টি-টোয়েন্টিতে উর্ভিলের ২৮ বলের সেঞ্চুরিটি দ্বিতীয় দ্রুততম। চলতি বছরের শুরুতে সাইপ্রাসের বিপক্ষে ২৭ বলে সেঞ্চুরি করে রেকর্ডটি করেন এস্তোনিয়ার ব্যাটসম্যান সাহিল চৌহানের।
বিডি-প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি