লালদিঘীরপাড়ে কিশোর খু নের ঘটনায় অভিযুক্ত সংশোধনাগারে

প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৪

লালদিঘীরপাড়ে কিশোর খু নের ঘটনায় অভিযুক্ত সংশোধনাগারে

ফাইল ছবি।

 

লালদিঘীরপাড়ে কিশোর খু নের ঘটনায় অভিযুক্ত সংশোধনাগারে

নিজস্ব প্রতিবেদক

সিলেট মহানগরের লালদিঘীরপাড় অস্থায়ী হকার্স মার্কেটে মাছ ব্যবসায়ীদের মারধরে কিশোর মো. জাহিদ খানের (১৭) নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার রাতে নিহতের বাবা মো. দুদু মিয়া বাদী হয়ে হত্যা মামলা দয়ের করেন। এ মামলায় গ্রেফতার একমাত্র অভিযুক্ত ফরহাদ আহমদকে (১৬) বয়স বিবেচনায় মঙ্গলবার (৩ ডিসেম্বর) সংশোধনাগারে প্রেরণ করেছেন আদালত।

 

ফরহাদ সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা গোবিন্দগঞ্জ খায়রুল ইসলামের ছেলে। সে পরিবারের সঙ্গে সিলেট মহানগরের লামাপাড়ার বাদশা মিয়ার কলোনিতে থাকতো।

 

নিহত জাহিদ খান (১৭) মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার দিঘরখান্দী এলাকার মো. দুদু মিয়ার ছেলে। সে লালদিঘীরপাড় হকার মার্কেটের একটি চা দোকানের কর্মচারী ছিলো। গত সোমবার সন্ধ্যা সাতটার দিকে মারধরে তার মৃত্যু হয়।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চা দোকানের কর্মচারী জাহিদ লালদিঘীরপাড় অস্থায়ী হকার মার্কেটের মাছ বিক্রির স্থান থেকে পানি আনতে গিয়েছিলো। এ সময় বিক্রেতারা তাকে পানি নিতে নিষেধ করেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মাছ বিক্রেতারা তাকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করেন। গুরুতর আহত অবস্থায় অন্য ব্যবসায়ীরা জাহিদকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

 

সিলেট কোতোয়ালি মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান- দুদু মিয়ার দায়েরকৃত হত্যা মামলায় শুধু ফরহাদকেই অভিযুক্ত করা হয়েছে। তাকে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ বিচারক সংশোধনাগারে প্রেরণের নির্দেশ দেন।

এ সংক্রান্ত আরও সংবাদ